নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ সেই কালচার সমানে চলছে।পবিত্র বনাম অপবিত্রের। বৃহস্পতিবার ভোট প্রচারের কর্মসূচিতে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ যান পূর্ব বর্ধমানের কুড়মুন গ্রামে।সেখানে তিনি গ্রামের শিবতলার ঈশ্বানেশ্বর মন্দিরে যান পুজোর ঢালি নিয়ে।সদলবলে পুজো দিয়ে মন্দির চত্বর থেকে দিলীপ ঘোষ বেড়িয়ে যেতেই মন্দিরে জল দিয়ে ধোয়ার কাজ শুরু হয়। মন্দিরের সেবাইত প্রসেনজিৎ মণ্ডল বলেন, আমাদের মন্দিরের ভিতরে অর্থাৎ গর্ভগৃহে কারো ঢোকা বারণ।একমাত্র পুরোহিত ছাড়া কেউ ঢুকতে পারে না।কিন্তু দিলীপ ঘোষ লোকজন নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করেন। তাই জল দিয়ে মন্দির ধুয়ে দেওয়া হচ্ছে। পুরোহিতের উচিত ছিল উনাকে মন্দিরের ভিতরে ঢুকতে মানা করা। আর দিলীপ ঘোষেরও উচিত ছিল মন্দিরে ঢোকার আগে জিজ্ঞেস করা নেওয়া যে কতটা তিনি যেতে পারবেন। উনি তা না করে লোকজন নিয়ে একেবারে মন্দিরের ভিতরে ঢুকে যান।আমাদের গাজনের সময় সন্ন্যাসীরাও মন্দিরের ভিতরে ঢুকতে পারে না।তাই মন্দিরে জল দিয়ে পরিস্কার করা হল।এই ভাবে মন্দিরে ঢোকা একেবারে অনুচিত।একই কথা বলেন, আর এক সেবাইত সুজন মণ্ডল।তিনি বলেন, আমাদের মন্দির চত্বর সব সময়ে পরিস্কার পরিচ্ছন্ন রাখা হয়।হঠাৎ কয়েকজন মিলে মন্দিরে প্রবেশ করেন। তাই মন্দির ধুয়ে পরিস্কার করা হয়। কিন্তু প্রশ্ন হল আদৌ কি বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মন্দিরের ভিতরে অর্থাৎ গর্ভগৃহে প্রবেশ করেছিলেন। যদিও সেবাইতরা দাবী করছেন দিলীপ ঘোষ একেবারে মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলেন। কিন্তু ছবি তা বলছে না। অন্যদিকে সেবাইত সুজন মণ্ডল বলেন, মন্দিরে জল দিয়ে পরিস্কার করা এর মধ্যে কোন রাজনীতি নাই। তবে ঘটনার পরিপ্রেক্ষিত কিন্তু পরিস্কার গোটা বিষয়টিতেই পরতে পরতে রাজনীতির ছোঁয়া লেগে আছে।আছে বিজেপি বনাম তৃণমূলও।মুখে না বললেও বা দলের পতাকা না থাকলেও আছে শাসক বিরোধীর স্পষ্ট অবস্থান।
দিলীপ ঘোষ মন্দিরে পুজো দিয়ে বের হতেই জল দিয়ে ধোয়া হল মন্দির
RELATED ARTICLES