Saturday, September 7, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গত্রিশূল হাতে মহিষাসুরমর্দিনী সেজে অসুর বধের শপথ সুজাতার,‘আমাকে তো আগেই বধ করেছে’...

ত্রিশূল হাতে মহিষাসুরমর্দিনী সেজে অসুর বধের শপথ সুজাতার,‘আমাকে তো আগেই বধ করেছে’ কটাক্ষ সৌমিত্রর

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ অনুব্রত স্টাইলে চড়াম চড়াম ঢাক বাজিয়ে শতাব্দী প্রাচীন এক্তেশ্বর মন্দিরে পুজো দিয়ে স্থানীয়দের নকুলদানা খাইয়ে হাতে ত্রিশূল নিয়ে বিষ্ণুপুরের অসুরদের বধ করার শপথ নিলেন বিষ্ণুপুরের লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তাঁর কটাক্ষ “আমাকে তো আগেই বধ করে দিয়েছেন। আর দয়া করে বিষ্ণুপুরের মানুষকে বধ করবেন না”। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে জমে উঠছে সৌমিত্র খাঁ বনাম তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মন্ডলের লড়াই। গরম যত বাড়ছে ততই দুই প্রাক্তনীর বাগযুদ্ধে রাজনৈতিক উত্তাপ বাড়ছে প্রাচীন মল্লগড়ে। এবার নাম না করে হাতে ত্রিশূল নিয়ে বিরোধী শিবিরকে কার্যত বধ করার শপথ নিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল। এদিন দুপুরে প্রচার শুরুর আগেই দলের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে বাঁকুড়া শহরের শতাব্দী প্রাচীন এক্তেশ্বর মন্দিরে হাজির হন সুজাতা মন্ডল। নিজে হাতে চড়াম চড়াম ঢাক বাজিয়ে সুজাতা মন্দিরে যান। সেখানে ভক্তিভরে পুজো দেন। পুজো দেওয়ার পর মন্দিরে থাকা একটি ত্রিশূল হাতে নিয়ে মহিষাসুরমর্দিনী মুদ্রায় দাঁড়িয়ে বিষ্ণুপুর থেকে অসুর বধের শপথ নেন। অসুর বলতে এদিন নির্দিষ্ট কাউকে রাজনৈতিক ভাবে বধের শপথ নিলেন কী সুজাতা?  তা এদিন স্পষ্ট করেননি তিনি। তবে তাঁর লক্ষ যে বিরোধীরা তা এদিন বলতে কসুর করেননি তিনি। সুজাতা মন্ডলের এমন কান্ডকে কটাক্ষ করতে ছাড়েননি বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী তথা সুজাতার প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁ। সৌমিত্র খাঁর কটাক্ষ, “আমাকে তিনি আগেই বধ করে দিয়েছেন। দয়া করে আর বিষ্ণুপুরের মানুষকে বধ করবেন না। আগে আমি একা জ্বলতাম,এখন গোটা বিষ্ণুপুরের তৃণমূল জ্বলছে। তাই তাঁকে আর বধ করার সুযোগ দেবেন না বিষ্ণুপুরের মানুষ”।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments