সাথী প্রামানিক,পুরুলিয়া,১৩ এপ্রিলঃ গাজন উৎসব চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে পুরুলিয়ার হুড়া থানার জামবাদ গ্রামে। স্থানীয়ভাবে জানা গিয়েছে, গাজন উৎসব উপলক্ষে ভক্তরা স্থানীয় একটি পুকুর থেকে স্নান করে শোভা যাত্রার মাধ্যমে গ্রামের শিব মন্দিরে যাচ্ছিলেন। রাতে জেনারেটরের মাধ্যমে লাইটের ব্যবস্থা করা হয়েছিল। অসাবধানতাবশত সেই জেনারেটরের তার শটসার্কিট হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ৫ জন যুবক। রাতেই হুড়া থানার পুলিশ গ্রামবাসীদের সাহায্যে তাঁদের উদ্ধার করে তড়িঘড়ি দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা চলাকালীন ২৭ বছর বয়সী শক্তিপদ মাহাত নামে এক যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত বাকি চারজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালেই চিকিৎসাধীন। আহতদের নাম রাজেশ মাহাত,ফনীভূষণ মাহাত,রঞ্জিত পরামানিক ও দিলীপ বাউরি নামে এক প্রৌঢ়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই গ্রামে।
গাজন উৎসব চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের
RELATED ARTICLES