Sunday, October 13, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গচৈত্র সংক্রান্তিতে বাঁকুড়া ও বিষ্ণুপুরে জমে উঠল তিন দলের প্রচার

চৈত্র সংক্রান্তিতে বাঁকুড়া ও বিষ্ণুপুরে জমে উঠল তিন দলের প্রচার

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ চৈত্র সংক্রান্তিতে সিদ্ধেশ্বর মন্দিরে দেবাদিদেবের মূর্তিতে আকন্দ ফুলের মালা পরিয়ে প্রচার সুজাতার।চৈত্র সংক্রান্তিতে বাঁকুড়ার অত্যন্ত জনপ্রিয় ও প্রাচীণ সিদ্ধেশ্বরের মন্দিরে দেবাদিদেব মহাদেবের মুর্তিতে আকন্দফুলের মালা পরিয়ে প্রচার সারলেন বিষ্ণুপুরের এই তৃণমূল প্রার্থী। গতকাল বিষ্ণুপুর শহর লাগোয়া ষাঁড়েশ্বরের মন্দিরে গিয়ে পুজো দিয়ে গাজন মেলায় জনসংযোগ সেরেছিলেন সুজাতা। চৈত্র সংক্রান্তির দিনও তাঁর সেই প্রচার ও জনসংযোগ কর্মসূচী অব্যাহত। এদিন সাত সকালেই দলের কর্মীদের নিয়ে ওন্দা ব্লকের বহুলাড়া গ্রামে কয়েক শতাব্দী প্রাচীন সিদ্ধেশ্বরের মন্দিরে হাজির হন সুজাতা। সেখানে রীতি মেনে শিব লিঙ্গে আকন্দ ফুলের মালা পরিয়ে ও সাষ্ঠাঙ্গে প্রণাম করে স্থানীয় এলাকায় প্রচারে বেরিয়ে পড়েন তিনি। সুজাতার দাবী তিনি ঈশ্বরে ঘোরতর বিশ্বাসী। তাঁর আস্থা দেবাদিদেব মহাদেব এবার তাঁর নির্বাচনী বৈতরনী পার করবেন। অন্যদিকে, বছরের শেষ দিনে প্রচারে বাম প্রার্থীও। চৈত্রের কাঠফাঁটা রোদ উপেক্ষা করে পায়ে হেঁটে মিছিল করে প্রচারে।পিছিয়ে নেই বামফ্রন্টও। এদিন বাঁকুড়ার বড়জোড়া এলাকার  সীতারামপুর, রামকৃষ্ণপল্লী, বরিশালপাড়া ও পল্লীশ্রী উদ্বাস্তু কলোনী তে প্রচারে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী। এদিন পায়ে হেঁটে মিছিল করে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচার করার পাশাপাশি একটি পথ সভাতেও বক্তব্য রাখেন সিপিআইএম প্রার্থী শীতল চন্দ্র কৈবর্ত্য। প্রার্থী ছাড়াও প্রচারে উপস্থিত ছিলেন প্রাক্তন বাম বিধায়ক সুজিত চক্রবর্তী, জেলা কমিটি সদস্য সুজয় চৌধুরী সহ অনান্যরা।প্রবল গরম উপেক্ষা করেই গ্রামে গ্রামে ঘুরে হাত জোড় করে মানুষের কাছে বামফ্রন্টকে ভোট দেওয়ার আবেদন জানায় বাম প্রার্থী। আর অন্যদিকে বাংলা বছরের শেষ দিনে জমজমাট প্রচার বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের।  নিজে হাতে ধামসা মাদল বাজিয়ে আদিবাসীদের সাথে জনসংযোগ।আজ বাংলা ক্যালেন্ডারে বছরের শেষ দিন। এদিনও অব্যাহত থাকল ভোট প্রচার।এদিন বাঁকুড়ার জঙ্গলমহলে গিয়ে আদিবাসী নাচ গানের পাশাপাশি তাঁদের সাথে মাদল বাজিয়ে নিজের প্রচার সারলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার। ভোট যত এগিয়ে আসছে ততই প্রচারের তেজ বৃদ্ধি করছে সব রাজনৈতিক দল।বছর শেষের দিনেও জোরদার প্রচারে দেখা গেল বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে।এদিন হুড খোলা গাড়িতে চড়ে বাঁকুড়ার রাইপুর ব্লকের শ্যামসুন্দরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রাম ঘুরে প্রচার সারেন সুভাষ সরকার। প্রচার চলাকালীন সুভাষ সরকার আদিবাসী প্রধান পিড়লগাড়ি গ্রামে গেলে সেখানে ধামসা মাদলের বোলে ও আদিবাসী মহিলারা নাচের মাধ্যমে তাঁকে স্বাগত জানান। আদিবাসীদের সঙ্গে নিজে হাতে ধামসা মাদল বাজিয়ে এদিন গ্রামের আদিবাসী ভোটারদের সঙ্গে জনসংযোগ সারেন সুভাষ সরকার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments