নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণে দেওয়া খাবারে পোকা ও মেয়াদ উত্তীর্ণ খাবার দেওয়ার অভিযোগে শান্তনু মল্লিক নামে একজনকে খাবার সরবরাহকারীকে গ্রেফতার করলো পুলিশ। গতকাল খাতড়া কংসাবতী শিশু বিদ্যালয় ও খাতরা বালিকা উচ্চ বিদ্যালয় প্রশিক্ষণ নিচ্ছিলেন প্রায় ১৬০০ প্রিসাইডিং অফিসার। নির্বাচন কমিশনের জেলা প্রশাসনের তত্ত্বাবধানে হওয়া প্রশিক্ষণে দুপুরে মেয়াদ উত্তীর্ণ ও পোকা ধরা খাবার দেওয়ার অভিযোগে বিক্ষোভে ফেটে পড়েন প্রশিক্ষণরতরা। জেলার অতিরিক্ত জেলা শাসক,মহকুমা শাসক খাতড়া সহ জেলা প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেওয়ার আশ্বাস থেকে বিক্ষোভ ওঠে। সিমলাপালের ফুড সেফটি অফিসার বিক্ষোবরত নির্বাচন কর্মীদের ফেলে দেওয়া সেইসব খাবারের নমুনা সংগ্রহ করে পাঠায় পরীক্ষার জন্য। পাশাপাশি খাতড়া ওই মিষ্টির দোকানের মালিক অভিযুক্ত শান্তনু মল্লিককে গ্রেফতার করে খতড়া থানার পুলিশ। আজ অভিযুক্তকে পাঠানো হয় খাতড়া মহকুমা আদালতে।
প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণে দেওয়া খাবারে পোকা,গ্রেফতার ১
RELATED ARTICLES