নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ বেলা বাড়লেই মাথার উপর উঠে আসছে গনগনে সূর্য। তাই সকল প্রার্থীই চাইছেন সকাল সকাল ভোট প্রচার সেরে নিরাপদ জায়গায় পৌঁছে যেতে। আজ সাত সকালেই বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের বিভিন্ন আদিবাসী গ্রামে ঘুরে ভোটপ্রচার সারলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। প্রচারের ফাঁকে প্রার্থীকে আদিবাসীদের প্রথাগত মাদল ও কাঁসর ঘন্টা বাজাতে দেখা যায় বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে। বাঁকুড়ার সারেঙ্গা ব্লকে এদিন সাত সকালে প্রচারে বের হন সুভাষ সরকার। সারেঙ্গা ব্লকের সারেঙ্গা, ছোট গাড়রা, বড় গাড়রা, চিঙড়া, হনুমেতা সহ বিভিন্ন গ্রামে হুড খোলা গাড়িতে চড়ে প্রচার করেন সুভাষ সরকার। সারেঙ্গার নিমডাঙ্গা গ্রামে সুভাষ সরকারকে আদিবাসী নাচ ও গানের মাধ্যমে স্বাগত জানান স্থানীয় আদিবাসী মানুষেরা। স্থানীয়দের সঙ্গে মিলে নিজে হাতে মাদল ও কাঁসর ঘন্টা বাজান সুভাষ সরকার।
মাদল-কাঁসর বাজিয়ে আদিবাসী এলাকায় প্রচারে বিজেপি প্রার্থী সুভাষ সরকার
RELATED ARTICLES