Tuesday, September 10, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গমঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন ভাতারে নির্বাচনী জনসভায়

মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন ভাতারে নির্বাচনী জনসভায়

নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ মঙ্গলবার পূর্ব বর্ধমানের ভাতারের এরুয়ার হাইস্কুল মাঠে জনসভা হবে। সেখানে আসছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে সোমবার হেলিকপ্টারের ট্রায়াল হয়ে গেল। পরীক্ষামূলকভাবে হেলিকপ্টার অবতরণ করা হয়। হেলিপ্যাডে সবকিছু ঠিক আছে বলে জানান দায়িত্বপ্রাপ্তরা। উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা সভাস্থল পরিদর্শন করেন। লোকজনদের বসার ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা এবং যানবাহন রাখার ব্যবস্থা করা হয়েছে।মঙ্গলবার লোকসভা ভোটকে সামনে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ভাতারের এরুয়ার হাই স্কুল মাঠে। মাত্র ৪০ ঘন্টা আগে ভাতারের এরুয়ারে সভা হবে সেই খবর জানতে পারেন ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী।তিনি জানান,  এটা তাদের কাছে এক বড় চ্যালেঞ্জ। এলাকার মানুষের সাহায্য তারা পাচ্ছেন, তাই অতি দ্রুত সব ব্যবস্থা করা যাচ্ছে। তিনি আরো জানান,ঐদিন পঞ্চাশ হাজার লোক জমায়েতের টার্গেট তাদের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments