নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল দুটি মুরগী খামার। ক্ষতিগ্রস্থ হল পার্শ্ববর্তী আরো দুটি মুরগী খামার। আগুনে পুড়ে মৃত্যু হল কয়েক হাজার মুরগী শাবকের। গতকাল ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা ব্লকের একেড়্যা গ্রামে। পরে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্রীষ্মের প্রবল দাবদাহের মাঝে এবার বাঁকুড়া জেলাজুড়ে আকছার ঘটছে অগ্নিকান্ডের ঘটনা। এবার সেই অগ্নিকান্ডের সাক্ষী বাঁকুড়ার ওন্দা ব্লকের একেড়্যা গ্রাম সংলগ্ন এলাকা। এই গ্রামের পাশেই থাকা একের পর এক মুরগী খামার রয়েছে। গতকাল বিকালে স্থানীয়রা দেখেন একটি মুরগী খামার থেকে কুন্ডলী পাকিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে। ওই মুরগী খামারে আগুন লেগেছে বুঝতে পেরে প্রাথমিক ভাবে আগুন নেভানোর কাজে হাত লাগায় স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলেও। কিন্তু স্থানীয়দের দাবী দমকল পৌঁছাতে দেরি করায় আগুনের লেলিহান শিখায় পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় দুটি মুরগী খামার। আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী আরো দুটি খামারে। পরে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা স্থানীয় ওন্দা থানা ও দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ জানিয়েছে। তবে দমকল দেরিতে ঘটনাস্থলে পৌঁছানোর কথা অস্বীকার করেছে দমকল আধিকারিক।
আগুনে পুড়ে ভস্মীভূত একাধিক মুরগী খামার, মৃত্যু হাজার হাজার মুরগী শাবকের
RELATED ARTICLES