বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ হেলিকপ্টারের ভিতরে হোঁচট খেয়ে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ দুর্গাপুর থেকে আসানসোলের উদ্দেশ্যে হেলিকপ্টারে করে রওনা দেওয়ার সময় এই ঘটনা ঘটে। এদিন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে কুলটি ও আসানসোলে দুটি নির্বাচনী সভার কর্মসূচী মুখ্যমন্ত্রীর। সেই উদ্দেশ্যেই তিনি সিটি সেন্টারের একটি হোটেল থেকে গাড়ি করে স্থানীয় গান্ধী মোড় ময়দানে হেলি প্যাডে যান। গাড়ি থেকে নেমে সিড়ি দিয়ে হেলিকপ্টারে ওঠার পর দেখা যায় তিনি হোঁচট খেয়ে পড়ে যান। দৌড়ে আসেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আধিকারিকরা। কিছুক্ষন পরে অবশ্য কপ্টারের সীটে বসে থাকতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। একটু পরে আসানসোলের উদ্দেশ্য রওনা দেয় হেলিকপ্টার। জানা গেছে,আসানসোল মঞ্চে স্বাভাবিক অবস্থায় দেখা যায় মুখ্যমন্ত্রীকে।
হেলিকপ্টারের ভিতরে হোঁচট খেয়ে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
RELATED ARTICLES



