Thursday, December 5, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গপ্রসুতি মৃত্যু: সুভাষ সরকারের ছেলের বিরুদ্ধে এফ আই আর

প্রসুতি মৃত্যু: সুভাষ সরকারের ছেলের বিরুদ্ধে এফ আই আর

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: প্রসুতি মৃত্যুর ঘটনায় এবার বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের পেশায় চিকিৎসক ছেলের বিরুদ্ধে এফ আই আর দায়ের করলেন মৃতার স্বামী তন্ময় দে। গত বৃহস্পতিবার বাঁকুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মৃতা প্রসুতির স্বামী। লোকসভা নির্বাচনের আগে এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে বাঁকুড়ায়। প্রসঙ্গত: গত ২১ মার্চ বাঁকুড়ার থানাগোড়া এলাকায় থাকা বিজেপির সাংসদ সুভাষ সরকারের নার্সিংহোম হিসাবে পরিচিত ওই নার্সিংহোমে ভর্তি হন বাঁকুড়া শহরের কামারপাড়া এলাকার মৌসুমী দে নামের এক প্রসুতি। ওইদিনই সিজারের পর এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। অভিযোগ চিকিৎসার গাফিলাতিতে সিজারের পর থেকেই মৌসুমী দে র শারিরীক অবস্থার অবনতি হতে থাকে। পরবর্তীতে ওই প্রসুতিকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। গত ২৫ মার্চ দুর্গাপুরের ওই নার্সিংহোমে মৃত্যু হয় মৌসুমী দের। চিকিৎসায় গাফিলাতির কারনেই মৌসুমী দে র মৃত্যু হয়েছে এই অভিযোগ তুলে ২৬ মার্চ বাঁকুড়ার নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখান মৃতার পরিজন সহ তৃনমূলের স্থানীয় নেতৃত্ব । চিকিৎসায় গাফিলাতির অভিযোগ খতিয়ে দেখা শুরু করে স্বাস্থ্য দফতর। সম্প্রতি বাঁকুড়া জেলা স্বাস্থ্য দফতরের তরফে এ বিষয়ে একটি রিপোর্ট পাঠানো হয় রাজ্য স্বাস্থ্য দফতরে। এরপরই গত ২৪ এপ্রিল মৃতার স্বামীর অভিযোগের ভিত্তিতে বাঁকুড়া সদর থানার পুলিশ সুভাষ সরকারের ছেলে চিকিৎসক সোমরাজ সরকারের নামে এফ আই আর গ্রহণ করে । মৃতার স্বামীর দাবী ঘটনার সঠিক তদন্ত করে চিকিৎসক সোমরাজ সরকারের বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়ার পাশাপাশি নার্সিংহোম এর লাইসেন্স বাতিল করা হোক। অভিযুক্ত চিকিৎসক সোমরাজ সরকারের বক্তব্য মেলেনি। অভিযুক্ত নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে মুখ্য কার্যনির্বাহী শুভঙ্কর চ্যাটার্জীর দাবী, “এমন অভিযোগের কথা জানা নেই। স্বাস্থ্য দফতর যে শোকজ করেছিল তার জবাব দেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ করা হবে দরকার মতো।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments