নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ এক সময় বন্ধ করার পরিকল্পনা থাকলেও রাজ্যের মন্ত্রীদের সঙ্গে নিয়ে বৈঠক করে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। ৮০০ কোটি টাকা ব্যয় করে ঢেলে সাজানো হচ্ছে দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেডকে। বহু বেকার যুবক-যুবতী কাজ পাবে এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে। দুর্গাপুরের গ্যামন ব্রিজ এলাকার কল্পতরু মাঠে জনসভায় যোগ দিয়ে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,পানাগড় থেকে কোচবিহার পর্যন্ত এবং ডানকুনি থেকে বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া হয়ে রঘুনাথপুর পর্যন্ত দুটি শিল্প করিডোর ৭৪ হাজার কোটি টাকা ব্যয় করে হতে চলেছে। কাজ পাবে লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতী। তিনি বলেন, আনন্দগোপাল মুখোপাধ্যায় খুব ভালো মানুষ ছিলেন। প্রাক্তন মেয়র অপূর্ব মুখোপাধ্যায়েরও প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। আসানসোল মাল্টি সুপার স্পেশালিস্ট হাসপাতাল, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর, দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ে ১০০ ছাত্র এবং ২০০ ছাত্রী হোস্টেল করা হয়েছে। তারপরেই আসানসোলের প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে এক হাত নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সুরিন্দর সিং আলুওয়ালিয়া ভোটে দাঁড়াবেন আর টাকা ছড়াবেন না, তা কি কখনো হয়। দার্জিলিং থেকে বর্ধমান-দুর্গাপুরে এসেছিলেন এখন আবার আসানসোলে। আদতে কিছু কাজই করেননি, সেই জন্যই পরিবর্তন হচ্ছে জায়গার। আর কোথায় কত টাকা দেওয়া হয়েছে, নাম করে বলে দেব। আর দিলীপ ঘোষকে আক্রমণ করে তৃণমূল সুপ্রিমো বলেন, দিলীপবাবুকে ভাবতাম উনি একটু উল্টোপাল্টা বলেন। কিন্তু উনি কাজ না করেই মেদিনীপুর থেকে বর্ধমান-দুর্গাপুরে চলে এসেছেন।
দুর্গাপুরের জনসভা থেকে বিজেপি প্রার্থী আলুওয়ালিয়া কে নিশানা মুখ্যমন্ত্রীর
RELATED ARTICLES