Monday, May 20, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গ৩৫ থেকে ৩০ আসন,দুর্গাপুরে সুর পাল্টালেন অমিত শাহ

৩৫ থেকে ৩০ আসন,দুর্গাপুরে সুর পাল্টালেন অমিত শাহ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ কিছুদিন আগেও যে সংখ্যাটা ছিল ৩৫, হঠাৎ সেটা নেমে গেল ৩০ এ। আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রচারে এখন দুর্গাপুরের বিভিন্ন দিকে ভিভিআইপি রাজনীতিবিদদের আনাগোনা চলছে। সোমবার দুর্গাপুরে আগে পড়ে শহরের দুই প্রান্তে নির্বাচনী সভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দুর্গাপুরের কল্পতরু ময়দানে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুই সভার জন্য এদিন সকাল থেকেই সমগ্র দুর্গাপুরে ছিল পুলিশের কড়া নজরদারি এবং গুরুত্বপুর্ণ সব রাস্তাগুলিতে ছিল পুলিশের নিয়ন্ত্রনে। রবিবার রাতেই অন্ডাল বিমান বন্দরে নেমে দুর্গাপুরে আসেন অমিত শাহ। সিটি সেন্টারের একটি তিন তারা বেসরকারী হোটেলে ছিলেন। সেখান থেকে তিনি হেলিকপ্টারে চলে যান কৃষ্ণনগর। সেখানে একটি রোড শোয়ে অংশ নেন। তারপর ফিরে ইস্পাতনগরীর বিজোনের তিলক ময়দানের সভায় যোগ দেন। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে এই সভায় তিনি রাজ্য সরকারে দুর্ণীতি নিয়ে যেমন তীব্র সরব হন,তেমনই বিগত সময়ে মোদির সরকারের বিভিন্ন সাফল্যের দাবি করেন। এদিন তিনি বলেন, ৩৭০ ধারার পক্ষে ছিল কংগ্রেস সিপিএম আর তৃণমূল। দ্বিতীয়বারে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেই ২০১৯ সালে ৩৭০ তারা সমাপ্ত করে দেখিয়েছে। নরেন্দ্র মোদি দেশ জুড়ে আতঙ্কবাদীদের দমন করছে। পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে সন্ত্রাসবাদীরা এদেশে যারা ঢুকে পড়ছে তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নিচ্ছেন। পুলওয়ামায় সেনা জওয়ানদের ওপর হামলার ঘটনার দশ দিনের মধ্যে সার্জিক্যাল স্ট্রাইক করে নরেন্দ্র মোদি পাকিস্তানের সন্ত্রাসবাদীদের দমন করেছিলেন। উপস্থিত জনতার উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিমাসে যে ৮ কিলো চাল আর পাঁচ কিলো গম দেওয়া হচ্ছে সেটা দিদি দেন না, দেন প্রধানমন্ত্রী। ১২ কোটি শৌচালয়, আবাস যোজনায় ঘর আর ঘরঘর নলবাহিত পানীয় জলের উল্লেখ করে তিনি বলেন,সবই দিয়েছে নরেন্দ্র মোদি। তবে,এদিন তিনি আর এই রাজ্য থেকে ৩৫টি আসনের আবেদন করলেন না। পরিবর্তে তিনি বললেন, গতবার আপনারা রাজ্যে ১৮টি আসন দিয়েছিলেন। এবার লোকসভায় দেশ জুড়ে ৪০০ আর রাজ্যে ৩০ আসন দেবেন তো বলে আবেদন রাখলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments