বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ প্রাক্তন বিধায়ক,দুর্গাপুরের প্রাক্তন মেয়র এবং এক সময়ে তৃণমূলের জেলা সভাপতির দায়িত্বে থাকা অপূর্ব মুখোপাধ্যায় কি তাহলে আবার সক্রিয় রাজনীতিতে? সোমবার কল্পতরু ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় অপূর্ব মুখোপাধ্যায়কে দেখার পর থেকে এমনই জল্পনা শুরু হয়েছে শিল্পনগরীর রাজনৈতিক মহলে। এদিন মঞ্চে অপূর্বকে দেখে এগিয়ে আসেন মমতা। অপূর্বর সঙ্গে কথা বলেন তিনি। বক্তব্য রাখতে গিয়ে অপূর্ব ও তাঁর স্বর্গীয় পিতা আনন্দ গোপাল মুখোপাধ্যায় প্রসঙ্গে আবেগ প্রবণ হয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। আনন্দগোপাল মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করা থেকে তাঁর মৃত্যুর সময় পাশে থাকায় কথা উল্লেখ করেন মমতা। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই শিল্পায়ন নিয়ে বলেন মমতা। তিনি বলেন, “রুগ্ন ডিপিএলকে পুনরুজ্জীবিত করতে ৮০০ কোটি টাকা খরচ করা হচ্ছে।এরমধ্যে ৪০০ কোটি টাকা খরচ করা হয়েছে। ” দেউচা ও পাচামির কয়লা ব্লক প্রসঙ্গে মমতা বলেন ” বিশ্বের দ্বিতীয় বৃহত্তর কয়লা নগরী হবে আমাদের রাজ্যের বীরভূম জেলার দেউচা ও পাচামিতে।” এদিন অমিত শাহ দুর্গাপুরে এসে বলেছেন দিলীপ ঘোষকে জয়ী করলে এখানকার বন্ধ কারখানা খোলা হবে। এই প্রসঙ্গে মমতা বলেন, ” গত দশ বছরে কটা কারখানা খুলেছে। সব তো বন্ধ করে দিচ্ছে। “
রাজনৈতিক সন্যাস ত্যাগ করে আবারও কি ময়দানে নামছেন অপূর্ব মুখোপাধ্যায়?
RELATED ARTICLES