নিজস্ব সবাদদাতা, বর্ধমান: একটানা প্রচন্ড দাবদাহের পর অবশেষে সোমবার দুপুর থেকে রাজ্যের একাধিক জেলায় ঝড়বৃষ্টি শুরু হয়। ইতিমধ্যে এই ঝড় বৃষ্টিতে পুরুলিয়া ও নদীয়ায় দুজন করে চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এদিকে পূর্ব বর্ধমানের কাটোয়ায় বজ্রাঘাতে একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম উন্নতি মাঝি(৪৯)। বাড়ি কাটোয়ার কামালবাগদী পাড়ায়। কেতুগ্রাম থানার পান্ডুগ্রাম অঞ্চলের খাটুনডি গ্রামে বজ্রাঘাতে আরও একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম বিশ্বনাথ থান্ডার। সন্ধ্যা নাগাদ মাঠ থেকে গরু চড়িয়ে বাড়ি ফেরার সময় বজ্রাহত হন তিনি। সোমবার শেষ বেলায় কালবৈশাখী হয় বর্ধমানে।আর তাতেই পারদ নামলো বেশ খানিকটা। হালকা বৃষ্টিতে বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজের কাছে একটি গাছ ভেঙে পড়ে। বিবেকানন্দ কলেজ রোড অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে বিপর্যয় ব্যবস্থাপন দপ্তরের কর্মীরা রাত পর্যন্ত কাজ করে ও গাছ সরিয়ে রাস্তা মুক্ত করে। এদিকে,সোমবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের কেতুগ্রামের পালিটা গ্রামের আদিবাসী পাড়ায় ১১ বছরের এক কিশোরী বজ্রাহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে বোলপুর মহকুমা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত কিশোরীর নাম সুস্মিতা সোরেন।
ঝড় বৃষ্টি,বজ্রাঘাতে পূর্ব বর্ধমানে মৃত ২
RELATED ARTICLES