Friday, November 22, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গরাত পোহালেই চতুর্থ দফার ভোট,ভাগ্য পরীক্ষা একাধিক তারকার

রাত পোহালেই চতুর্থ দফার ভোট,ভাগ্য পরীক্ষা একাধিক তারকার

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ ১৯ এপ্রিল থেকে শুরু হওয়া সাত দফার লোকসভা নির্বাচন পর্বের এবার চতুর্থ দফার  ভোটগ্রহন  হচ্ছে সোমবার ১৩ মে। এই দফায় অন্ধ্রপ্রদেশের ২৫, তেলেঙ্গানার ১৭, উত্তরপ্রদেশের ১৩, মহারাষ্ট্রের ১১ এবং মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের ৮ টি করে আসনে ভোট হচ্ছে।  এছাড়া বিহারের ৫টি আসনে,উড়িষ্যা ও ঝাড়খন্ডে চারটি করে এবং জম্মু ও কাশ্মীরের একটি আসনে ভোট হবে। লোকসভার বিরোধী দলীয় নেতা অধীর চৌধুরী,সমাজবাদি পার্টির শীর্ষ নেতা অখিলেস যাদবসহ ১ হাজার ৭১৭ প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে সোমবার। পশ্চিমবঙ্গের যে ৮ আসনে ভোট হবে সেগুলো হলো- বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বীরভূম ও বোলপুর। এসব আসনে তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান,কীর্তি আজাদ,শত্রুঘ্ন সিনহা,কংগ্রেস নেতা অধীর চৌধুরী,মহুয়া মৈত্র,রাজমাতা অমৃতা রায়,অভিনেত্রী শতাব্দী রায় ও বিজেপি নেতা দিলীপ ঘোষ। রাজনৈতিক দলগুলো এবারের নির্বাচনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছে। এ দফার ভোটে বিজেপি, কংগ্রেস, তৃণমূল, সমাজবাদি পার্টি ছাড়াও বেশ কয়েকটি প্রাদেশিক রাজনৈতিক দলের মধ্যে তীব্র লড়াই হবে। প্রতিটি রাজ্যেই প্রাদেশিক রাজনৈতিক দলগুলো বিজেপির থেকেও শক্তিশালী। এবার আসানসোল আসনে তৃণমূলের প্রার্থী বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা। তিনি দ্বিতীয়বার এই আসনে লড়ছেন। আর বিজেপির প্রার্থী হয়েছেন সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। তিনি বর্তমান সংসদ সদস্য। বীরভূম আসনে তৃণমূলের হয়ে লড়ছেন অভিনেত্রী শতাব্দী রায়।এই আসনে তিনি আগে দুবার জিতেছেন। এই আসনের বিজেপির প্রার্থী দেবতনু ভট্টাচার্য। এই দুই আসনেই লড়াই হবে মূলত তৃণমূল ও বিজেপি প্রার্থীর মধ্যে।  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments