সার্থক কুমার দে,অন্ডালঃ বুধবার সকালে মদনপুর গ্রামের শিবকালী মন্দিরে ঘটেছে চুরির ঘটনা। এদিন সকালে স্থানীয়দের চোখে পরে মন্দিরের দান বক্সের তালা ভাঙ্গা। বাক্সের ভিতরে থাকা টাকা-পয়সা উধাও। মন্দিরের ভিতরে ও বাইরে লাগানো সিসি ক্যামেরা ভাঙ্গা অবস্থায় পরে রয়েছে। চুরির ব্যাপারটি আঁচ করে স্থানীয়রা খবর দেয় অন্ডাল থানার পুলিশকে। ঘটনাস্থলে আসে পুলিশ। মন্দির চত্বরে জড়ো হয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা মৃত্যুঞ্জয় দাস বলেন, এই মন্দিরে আগে কখনো চুরির ঘটনা ঘটেনি। চুরি আটকাতে পুলিশের পক্ষ থেকে মন্দিরে সিসি ক্যামেরা লাগানো হয়েছিল। চোরেরা সেই ক্যামেরা ভেঙ্গে দিয়েছে এমনকি যাওয়ার সময় সাথে করে নিয়ে গেছে হার্ড ডিক্সও। দান বাক্স থেকে ঠিক কত টাকা চুরি গেছে তা জানা যায়নি তবে দান বাক্সটি গত আড়াই বছর ধরে তালাবন্ধ অবস্থায় ছিল বলে জানান স্থানীয়রা। চোরেদের চিহ্নিত করে দ্রুত তাদের শাস্তি দাবি জানান বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান অন্ডাল থানার এক আধিকারিক। মন্দিরের চুরির খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।
সিসিটিভি ক্যামেরা ভেঙ্গে শিবকালী মন্দিরে চুরি
RELATED ARTICLES