Thursday, December 5, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গচালের আড়তে মজুত তুষে আগুন,বিষাক্ত ধোঁয়ায় আতঙ্কে এলাকাবাসী

চালের আড়তে মজুত তুষে আগুন,বিষাক্ত ধোঁয়ায় আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি,কাঁকসাঃ  মাঝে মধ্যেই আগুন লাগে তবুও হুঁশ ফেরে না মালিকের। ফের চালের আড়তে মজুত থাকা সেই তুষের গোডাউনেই আগুন লাগল। বিষাক্ত ধোঁয়ায় আতঙ্কে কাঁকসার দোমড়াবাসী। বাড়ছে ক্ষোভ। বুধবার সকালে দমকলের একটি ইঞ্জিন নিয়ন্ত্রণে আনে আগুন। দেখে বোঝার উপায় নেই তুষের গোডাউন। কারণ বাইরে বড় বড় করে লেখা চালের আরত। স্থানীয় বাসিন্দা স্বপন রুইদাসের অভিযোগ, “বাইরে লেখা আছে চালের আরত কিন্তু ভেতরে থাকে তুষ। এত দুর্গন্ধ এমনিতেই থাকতে পারি না। আগুন লাগায় আতঙ্কে আমরা। একাধিকবার অভিযোগ করেছি তারপরেও কোনো ব্যবস্থা নেয়নি কেউ। পাশেই রয়েছে আমার দোকান কিন্তু এত দুর্গন্ধ দোকান খোলা দায়”।  তিনি জানান, কিছুদিন আগে রাতে আগুন লেগেছিল। তখন আড়তের সামনে বিক্ষোভ দেখানোয় দমকল ডেকেছিল। এদিন আবার সেই আগুন লাগলো। এলাকাবাসীর অভিযোগ,রাতে তারা ঘুমাতে পারছে না, খেতে পারছে না, পাড়ায় থাকতে পারছে না। পানাগড় দমকল বিভাগের সাব অফিসার উৎপল প্রামানিক বলেন,”আগে যখন আগুন লেগেছিল তখনই আমরা বলেছিলাম এখান থেকে এগুলোকে সরানোর জন্য। কোন সহযোগিতা করেনি মালিকপক্ষ। আজও একই ঘটনা ঘটলো মালিকপক্ষের কোন সহযোগিতা পায়নি। কি করে আগুন লাগলো তাও বোঝা যায়নি। বৈধ কাগজপত্র খতিয়ে দেখে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।”  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments