নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুঃ ডিএসপি মেন হাসপাতালে কাঁচের দরজা ভেঙে গুরুতর জখম হলেন এক রোগি। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১১টা নাগাদ। জানা গেছে, সুগারের রোগি দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মী ৭৫ বছরের দুর্গাপদ সিংহ ডাক্তার দেখানের জন্য হাসপাতালের অটোমেটিক স্লাইডিং ডোর ঠেলে ভেতরে ঢুকতে যাচ্ছিলেন। ঠিক সেই মূহূর্তেই কাঁচের স্লাইডিং দরজাটি হুড়মুড়িয়ে তার শরীরের উপর পড়ে যায়। রক্তে ভেসে যায় মূল প্রবেশদ্বার। গুরুতর আহত হয়েছেন গুরুপদবাবু। তার হাতে পায়ে চোট লেগেছে। সঙ্গে সঙ্গে তাকে দুর্গাপুর ইস্পাত হাসপাতালেই ভর্তি করা হয়। এই ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল ও কংগ্রেস শ্রমিক সংগঠন। হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রজত দীক্ষিত অভিযোগ তোলেন,”কোনরকম আলোচনা ছাড়াই লাগানো হয়েছে ওই অটোমেটিক স্লাইডিং ডোর। হাসপাতালের সংস্কার হোক কিন্তু সেই কাজ সম্পূর্ণ না করেই উদ্বোধন করে দেওয়া হয়েছে বলেই এই দুর্ঘটনা ঘটে গেছে। দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিকরা জানান,”কি কারনে এই ঘটনা ঘটলো তদন্ত করা হবে। ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে সুস্থ আছেন।”
ডিএসপি মেন হাসপাতালে কাঁচের স্লাইডিং দরজা ভেঙে জখম রোগি
RELATED ARTICLES