Friday, January 24, 2025
Google search engine
Homeদক্ষিণবঙ্গনদীতে ডুবে যাওয়া যুবককে বাঁচালো এক সিভিক ভলেন্টিয়ার

নদীতে ডুবে যাওয়া যুবককে বাঁচালো এক সিভিক ভলেন্টিয়ার

সংবাদদাতা,অন্ডালঃ দিন কয়েক আগে অন্ডালের মদনপুর গ্রাম সংলগ্ন দামোদর নদীতে রিল ভিডিও করতে গিয়ে ডুবে মৃত্যু হয় ২ যুবতীর। সোমবার ঘটতে চলেছিল সেরকমই আরো একটি দুর্ঘটনা। এদিন শিবের মন্দিরে জল ঢালার জন্য দুর্গাপুরের গ্যামন এলাকা থেকে সুরজ কুমার ও সাগর কুমার নামে দুই যুবক জল নিতে আসেন অন্ডালের শ্রীরামপুর সংলগ্ন কুটিরডাঙ্গা নদী ঘাটে। জল নেওয়ার আগে নদীতে স্নান করতে নামেন সুরজ কুমার। তখনই পা হড়কে সুরজ নদীর জলে তলিয়ে যেতে থাকে। সুরজ কে ডুবে যেতে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন সুরজের সাথে থাকা সাগর নামে যুবক। নদী পাড়ে অদূরে দাঁড়িয়েছিল অন্ডাল থানার এক সিভিক ভলেন্টিয়ার্স অশোক সিং ও তপন মন্ডল নামে স্থানীয় এক বাসিন্দা। সুরজকে উদ্ধার করতে তারা ঝাঁপিয়ে পড়েন নদীতে। কোনক্রমে সুরজকে তারা নদী থেকে পাড়ে তুলে আনেন। সিভিক ভলেন্টিয়ার ও তপন মন্ডলের তৎপরতায় প্রায় মত্যুর মুখ থেকে ফিরে আসে সুরজ। বন্ধুকে এভাবে রক্ষা করার জন্য সিভিক ভলেন্টিয়ার অশোক সিং ও স্থানীয় যুবক তপন মন্ডলের সাহসিকতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন সুরজের সঙ্গি সাগর কুমার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments