Friday, September 20, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গদুর্গাপুর ইস্পাত কারখানায় গ্যাস লিকে অসুস্থ দুই কর্মী

দুর্গাপুর ইস্পাত কারখানায় গ্যাস লিকে অসুস্থ দুই কর্মী

নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুরঃ  দুর্ঘটনা যেন নিত্য সঙ্গি হয়ে উঠেছে দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানার। শুক্রবার সকালের দিকে গ্যাস লিক হয় ইস্পাত কারখানার কোকওভেন প্ল্যান্টে। তখন সেখানে নাইট শিফটে কাজ করছিলেন স্বরূপ ঘোষাল ও উত্তম মুর্মু নামে দুই স্থায়ী কর্মী।  দুজনেই সেই বিষাক্ত গ্যাসের কবলে পড়ে অচৈতন্য হয়ে পড়েছে। তাঁদের উদ্ধার করে ভর্তি করা হয় দুর্গাপুর ইস্পাত হাসপাতালে। এই ঘটনাকে ঘিরে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  কংগ্রেস শ্রমিক সংগঠন হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের যুগ্ম সম্পাদক রজত দীক্ষিতের অভিযোগ, “নাইট শিফট শেষে শুক্রবার সকালে এই ঘটনার খবর পেয়েই আমরা সেখানে যাই। ইস্পাত কারখানার কোন গাড়ি ছিল না। তাই আমরা নিজেদের গাড়ি করেই ওই দুই শ্রমিককে উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাই”। তিনি ক্ষোভের সঙ্গে জানান, এই ধরনের ঘটনা বার বার ঘটে চলায় শ্রমিকদের মধ্যে আতঙ্কের সঞ্চার হয়েছে। আমরা আবারও শ্রমিকদের নিরাপত্তার দাবি জানিয়েছি। ঘটনাস্থলে ইস্পাত কারখানার আধিকারিকরা পৌঁছালে তাদের ঘিরে ধরেও বিক্ষোভ দেখায় শ্রমিকরা। কারখানার আধিকারিকরা কি কারনে এই গ্যাস লিকের  ঘটনা ঘটল তার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন।  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments