সংবাদদাতা,অন্ডালঃ মালগাড়ির ধাক্কায় কাটা পড়ে মৃত্যু হল রাজেশ খয়রা (৩৩) নামে এক ব্যক্তির। শনিবার বেলা ১১ টা নাগাদ ঘটনাটি ঘটে ইসিএলের কাজোরা এরিয়ার মুকুন্দপুর কোলিয়ারি রেল সাইডিং এ। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত রাজেশের বাবা কয়লা খনির স্থায়ী কর্মী ছিলেন। সেই সূত্রে অবসরের পরও রাজেশের পরিবার এই এলাকায় বসবাস করতেন। রেলে কাটা পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা। তারা রাজেশের মৃতদেহটি শনাক্ত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জিআরপি আর রেল পুলিশও। ময়না তদন্তের জন্য দেহটি তারা উদ্ধার করে নিয়ে যায়। কি করে ওই ব্যক্তি রেলে কাটা পড়লেন তা তদন্ত করে দেখা হবে বলে জানান জিআরপির আধিকারিক।