সংবাদদাতা,অন্ডালঃ রবিবার খান্দরা বকশি পাড়াতে উত্তরণ ওয়েলফেয়ার সোসাইটি সংস্থার উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই শিবিরটি হয়। শিবিরের ৪০ জন রক্তদান করেন। সংগৃহীত রক্ত দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে দান করা হয়। শিবিরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখড়া ফাঁড়ির আইসি মইনুল হক, বিশিষ্ট শিল্পপতি নরেশ শর্মা, উত্তম সাধু সহ বিশিষ্ট অতিথিরা। উদ্যোক্তা সংস্থার সভাপতি গৌতম ব্যানার্জি জানান, মুমূর্ষ রোগীদের প্রয়োজনে রক্ত সরবরাহ স্বাভাবিক রাখতে প্রতি বছর সংস্থার পক্ষ থেকে রক্তদান শিবির আয়োজন করা হয়।