Saturday, September 7, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গবৃদ্ধাশ্রমে উদ্বোধন হলো উপাসনালয়ের

বৃদ্ধাশ্রমে উদ্বোধন হলো উপাসনালয়ের

সংবাদদাতা,অন্ডালঃ রবিবার খান্দরাতে ‘উদবর্তন বৃদ্ধাশ্রমে’ উদ্বোধন হলো নবনির্মিত একটি উপাসনালয়ের। ‘মহেন্দ্র-শোভা’ নামে উপাসনালয়টির উদ্বোধন করলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সোমাত্নানন্দজী মহারাজ। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার বিশিষ্ট শিক্ষাবিদ শিবকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। বৃদ্ধাশ্রম পরিচালন সমিতির সহ-সম্পাদক অনুপ সিনহা জানান, খান্দরা গ্রামের প্রাণপুরুষ স্বর্গীয় ডাক্তার মহেন্দ্রনাথ সরকার ও তার স্ত্রী প্রয়াত শোভা সরকারের পরিবারের আর্থিক আনুকূল্যে এই উপাসনালয়টি নির্মিত হয়েছে। এদিন উপাসনালয়টির উদ্বোধন অনুষ্ঠানে ডাক্তার মহেন্দ্রনাথ সরকারের পরিবারের লোকজনেরাও উপস্থিত ছিলেন। উপাসনালয়ের ভিতর রয়েছে রামকৃষ্ণদেব, সারদামণি ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি। যোগা,ধ্যান করার জন্য বৃদ্ধাশ্রমের আবাসিকেরা এই উপাসনালয়টি ব্যবহার করবেন বলে জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments