প্রণয় রায়,দুর্গাপুর,১ সেপ্টেম্বর: সাহিত্য আলপনা পত্রিকার শরৎ উৎসব অনুষ্ঠানটি একটি প্রতিবাদ অনুষ্ঠানে পরিণত হলো। সুরেনচন্দ্র মডেল হাই স্কুলের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত এই সাহিত্য সভায় শিল্প সাহিত্য পত্রিকা ও সাহিত্য আলপনা পত্রিকার সম্পাদক রাজীব ঘাঁটি জানালেন, এই কবি সম্মেলন ও পত্রিকা প্রকাশের অনুষ্ঠানটি আজ তিলোত্তমার মৃত্যুর বিচার চেয়ে একটি প্রতিবাদ মূলক অনুষ্ঠান হিসেবে পালন করা হচ্ছে। তাই বোধহয় মুক্তধারা সংগীত গোষ্ঠী তাদের উদ্বোধনী অনুষ্ঠানে গাইলেন, উঠো গো ভারত লক্ষ্মী উঠ আদি জগত জন পূজ্যা ও কারার ঐ লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট এ দুটি গান। শিল্প ও সাহিত্য পত্রিকার সভাপতি সুকুমল ঘোষ জানালেন, এই মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে কবি সাহিত্যিকরাও পিছিয়ে থাকছেন না। তাই আজ শুধু প্রতিবাদের কবিতাই পাঠ করবেন কবিরা। হল ও তাই। একে একে কবিরা আসছেন তারা পাঠ করছেন তিলোত্তমার মৃত্যুর প্রতিবাদে বিচার চেয়ে একেকটি প্রতিবাদী কবিতা। উদ্বোধন করা হলো শিল্প সাহিত্য মাসিক পত্রিকার ভাদ্রসংখ্যা ও সাহিত্য আলপনার শারদীয়া ১৪৩১ সংখ্যা। সাহিত্য আল্পনার পক্ষ থেকে শারদ সম্মান দেওয়া দেওয়া হলো বিশিষ্ট কবি, নাট্যকার ও নাট্য পরিচালক সুমিত চক্রবর্তী, কবি ও ফ্লোরেন্স নাইটিংগেলের উপযুক্ত উত্তরসূরী সেবিকা সোনালী দাশ বকশি ও জামুরিয়ার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা যুথিকা রায় কে। প্রচন্ড বৃষ্টির মধ্যেও প্রেক্ষাগৃহ৷ ভর্তি দর্শকবৃন্দ বিভিন্ন কবিদের প্রতিবাদী কবিতা উপভোগ করেন।
ভালো লাগে স্বরলিপি সঙ্গীত সংস্থার দুটি দেশাত্মবোধক গান। এদিন সবাইকে মুগ্ধ করে সূর্য মাইতির কবিতা পাঠ। এদিন অপরাহ্নে এডিসন রোডের একটি বাসভবনে সময় অসময় ও স্বপ্নের করিডোরে পত্রিকার পক্ষ থেকে কবি ও সাহিত্যিকদের নিয়ে তিলোত্তমার মৃত্যুর বিচার চেয়ে একটি প্রতিবাদ মূলক কাব্য পাঠ ও আলোচনার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের বর্ষিয়ান কবি বিমান চট্টোপাধ্যায়, গিরীন্দ্রমোহন চাকি, শ্যামাপদ রায় সহ কবি অমিত সরকার অরন্যা সরকার, স্নেহাশিস মুখোপাধ্যায়, রঘুনাথ সিনহা সহ আরো অন্যান্য কবি ও সাহিত্যিকরা। স্বপ্নের করিডোরে পত্রিকার সম্পাদক জয়ন্ত দত্ত বলেন, দেশজুড়ে তিলোত্তমার অস্বাভাবিক মৃত্যুর বিচার চেয়ে যে বিক্ষোভ ও আন্দোলন চলেছে দুর্গাপুরের কবি সাহিত্যিকরা ও তাতে সামিল হয়েছেন। এদিনের অনুষ্ঠানে বিমান চট্টোপাধ্যায় বলেন, তিলোত্তমার মৃত্যুতে আমাদের মনে অসংখ্য প্রশ্ন তৈরি হয়েছে যার উত্তর তিনি খুঁজে চলেছেন। শ্রী অমিত সরকার সহ উপস্থিত অন্যান্য কবি ও সাহিত্যিকরাও এই আলোচনায় অংশ নেন ও কবিতা পাঠ করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সময় অসময় পত্রিকার সম্পাদক শ্যামাপদ রায়।
তিলোত্তমার মৃত্যুর বিচার চেয়ে কবিদের প্রতিবাদ অনুষ্ঠান দুর্গাপুরে
RELATED ARTICLES