Saturday, September 7, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গতিলোত্তমার বিচার চেয়ে এবার রাজপথে রামকৃষ্ণ মিশনের ভক্তরা

তিলোত্তমার বিচার চেয়ে এবার রাজপথে রামকৃষ্ণ মিশনের ভক্তরা

বেবি চক্রবর্ত্তী,কলকাতা,১ সেপ্টেম্বর: এবার কলকাতার রাজপথে রামকৃষ্ণ মিশনের ভক্তবৃন্দ।গত ৯ আগষ্ট আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রতিবাদে এদিন পথে নামলেন রামকৃষ্ণ মিশনের ভক্তবৃন্দ এবং রামকৃষ্ণ মিশনের প্রাক্তণীরা। আর জি কর হাসপাতালে তিলোত্তমা ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে পথে হাঁটলেন রামকৃষ্ণ মিশনের ভক্তবৃন্দ এবং প্রক্তণীরা। এদিন গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সামনে থেকে কলকাতার নন্দন পর্যন্ত পায়ে হেঁটে চলেছিল এই মিছিল।ঢাকুরিয়া গোলপার্ক থেকে দুপুর ১:৩০ শুরু হয়েছিল এই মিছিল। ন্যায় বিচারের দাবিতে পথে সামিল ছিল বয়স্ক থেকে পড়ুয়া – সুশীল সমাজ- আইনজীবী- সাংবাদিক। এমনকি অসুস্থ হুইলচেয়ার নিয়েও বিচারের দাবিতে প্রতিবাদে ছিলেন রাজপথে। স্বামী বিবেকানন্দের গান আদর্শ এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস এবং শ্রী শ্রী মা সারদার গান এবং বাণী ছিল প্রতিবাদী ভক্তদের হাতে। অন্যায়ের বিরুদ্ধে রাজ্যজুড়ে নারী সুরক্ষা নিয়ে দিনের পর দিন চলছে গণআন্দোলন। যেভাবে আর.জি.কর হাসপাতালের একটি ভয়াবহ রূপ গোটা রাজ্য থেকে দেশ নারীদের সুরক্ষার দাবিতে নিয়ে উত্তাল হচ্ছে নানা জেলার নানা রাজপথ থেকে শুরু করে পাড়ার অলিগলি। পাশাপাশি এদিন নন্দন চত্বরে চলেছিল, প্রতিবাদ মেয়েদের তিলোত্তমার বিচার চেয়ে পথ নাটক। পরণে ছিল কালো জামা আর সঙ্গে ছিল লাল আলতা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments