সংবাদদাতা,আসানসোলঃ কদিন আগেই জেলা শাসক,পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের স্ট্যাম্প নকল করে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স তৈরি ও বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র পাচার চক্রের চার পান্ডা গ্রেফতার করেছে কোকওভেন থানার পুলিশ। এবার কুলটি থানার পুলিশ এমন ৫ জনকে গ্রেফতার করল যারা বিহার থেকে বন্দুক নিয়ে এসে এই রাজ্যে নকল লাইসেন্স তৈরী করে সেই বন্দুক নিয়ে বিভিন্ন বেসরকারী সংস্থায় গানম্যানের কাজ করছিল। ধৃতরা হল বিকি যাদব,শেখ রেফাই, প্রকাশ নোনিয়া, গোপাল কেসরি, জগনারায়ন সিং। ধৃতরা কুলটি থানার ধেমোমেইন,কুলটি ও ঝাড়খণ্ডের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে দুটি ডাবল ব্যারল বন্দুক, তিনটি সিঙ্গল ব্যারল বন্দুক ও ১৮ রাউন্ড তাজা কার্তুজ বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশের দাবি, নকল লাইসেন্স নিয়েই এই ব্যক্তিরা বেসরকারি গানম্যানের কাজ করতো। বিহার থেকে এই বন্দুক আনা হতো এবং রিসিভারের মাধ্যমে এই বন্দুক নিয়ে তা নকল লাইসেন্সের মাধ্যমে গান দেওয়া হতো। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গেছে ধৃতদের জেরা করে পুরো চক্রটি ধরার চেষ্টা করা হচ্ছে।
নকল লাইসেন্স নিয়ে গানম্যানের কাজ,গ্রেফতার ৫
RELATED ARTICLES