বেবি চক্রবর্ত্তী,কলকাতা,১২ সেপ্টেম্বরঃ প্রয়াত আকাশবাণী এবং দূরদর্শনের সংবাদ পাঠিকা ছন্দা সেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। বুধবার রাত ২.২৫ নাগাদ এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বহু দিন ধরেই অসুস্থ ছিলেন কিংবদন্তি সংবাদ পাঠিকা। হৃদযন্ত্রের পাশাপাশি চোখের সমস্যাও ছিল। জানা যায়,গত এক বছর ধরে বহুবার অসুস্থ হয়েছেন তিনি। গত কয়েকদিন ধরে কলকাতা এসএসকেএমে ভর্তি ছিলেন। লেডি ব্রেবর্ন কলেজ থেকে পড়াশোনা করেন ছন্দা সেন। ১৯৭৪ সালে সংবাদ পাঠিকা হিসাবে আকাশবাণীতে যোগ দেন তিনি। তার এক বছর পরেই ১৯৭৫ সালে যোগ দেন দূরদর্শনে। শুরু থেকে তাঁর দৃঢ় ব্যক্তিত্ব এবং অসাধারণ কণ্ঠস্বর মুগ্ধ করেছিল দর্শকদের। ২০০৬ সালে অবসর গ্রহণ করেন তিনি। কলকাতার ভবানীপুরে স্বামী এবং মেয়ের সাথেই থাকতেন তিনি। ছন্দাদেবীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন আকাশবাণীতে তাঁর দীর্ঘ দিনের বন্ধু জলি ব্রহ্ম। শোক প্রকাশ করেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি।
আকাশবাণী ও দূরদর্শনের বিশিষ্ট সংবাদ পাঠিকা ছন্দা সেন প্রয়াত
RELATED ARTICLES