নিউজ ডেস্ক,১২ সেপ্টেম্বরঃ প্রয়াত হলেন সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বয়স হয়েছিল ৭২ বছর। গত ১৯ অগাস্ট ফুসফুসে ফুসফুসের সংক্রমণ এবং জ্বর নিয়ে দিল্লির এইমসে ভর্তি করা হয় প্রবীণ রাজনীতিবিদকে। প্রথম থেকেই আইসিইউয়ে রাখা হয়েছিল তাঁকে। সোমবার থেকে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। অবশেষে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে শেষ নি:শ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান এই নেতা। ১৯ অগাস্ট থেকেই সিপিআইএমের প্রবীণ নেতাকে শারীরিক অসুস্থতার কারণে এইমস-এ ভর্তি করা হয়। ফুসফুসের সংক্রমণের কারণে শ্বাস প্রশ্বাসে সমস্যা দেখা দেওয়ায় গত সোমবার থেকে রেসপিরেটরি সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। ২৫ দিনের লড়াই শেষে অবশেষে প্রয়াত হলেন ভারতীয় রাজনীতির বিশিষ্ট এই বামনেতা। ১৯৫২ সালে তৎকালীন মাদ্রাজে (চেন্নাই)-র এক তেলেগু ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন সীতারাম ইয়েচুরি। দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে অর্থনীতিতে বিএ এবং জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেছিলেন তিনি। ছাত্র-জীবন থেকেই বাম রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন। তিনবার জেএনইউ ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। ১৯৭৫ জরুরি অবস্থার সময় জেএনইউ-এর ছাত্র থাকাকালীন গ্রেফতার হয়েছিলেন সীতারাম। ওই বছরই তিনি ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য হয়েছিলেন। ২০১৫ সালের ১৯ এপ্রিল সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছিলেন সীতারাম। গত ৯ বছর ধরে সেই দায়িত্ব পালন করছিলেন তিনি। ২০০৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি রাজ্যসভার সদস্য ছিলেন। তার প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে এসেছে দেশের কমিউনিস্ট দলগুলির মধ্যে। অন্য রাজনৈতিক দলগুলির পক্ষ থেকেও প্রয়াত বামনেতার প্রয়াণে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
প্রয়াত সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি
RELATED ARTICLES