নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর,২ অক্টোবরঃ সারা দেশের সঙ্গে দুর্গাপুরেও বিভিন্ন সংস্থার উদ্যোগে বুধবার পালিত হল জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্মবার্ষিকী। এদিন ২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন গান্ধী মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে জাতির জনককে শ্রদ্ধা জানাতে এক বিশেষ কর্মসূচী পালন করে মহাত্মা গান্ধী মেমোরিয়াল সোসাইটি। এখানে উপস্থিত ছিলেন আইএসপি ও ডিএসপি’র ডাইরেক্টর ইনচার্জ ব্রিজেন্দ্র প্রতাপ সিং। তাকে কুচকাওয়াজের মাধ্যমে অভিবাদন জানায় এনসিসি ক্যাডেটের ছেলেমেয়েরা। সংগঠনের সাধারন সম্পাদক সুদেব রায় ডিআইসি বি পি সিংকে পুস্প স্তবক দিয়ে স্বাগত জানান। গান্ধী মূর্তিতে পুস্পস্তবক ও মাল্যদান করেন অ্যাকটিং ইডি (পি অ্যান্ড এ) বিকাশ মানওয়াটি, ইডি (ওয়ার্কস) দীপ্নেন্দু ঘোষ, সিজিএম (পি অ্যান্ড এ) অঞ্জলীকুমার শরণ, ডাইরেক্টর (হেলথ্ অ্যান্ড সার্ভিস,ডিএসপি) ডাঃ শৌভিক রায়,সমাজসেবী সুদেব রায়,আইএনটিইউসি নেতা রজত দীক্ষিত,পরেশ কর্মকার,তাপস সর,কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তী,জেলা আইএনটিইউসি সভাপতি সুভাষ সাহা, রবীন গাঙ্গুলি,বীরেশ ব্যানার্জী,দীপঙ্কর দুবে,উৎপল দে প্রমূখ। প্রসঙ্গত,গান্ধী মোড়ের মহাত্মা গান্ধীর মূর্তিটি কিছুটা ভগ্নদশা অবস্থা হয়েছিল। সুদেববাবু জানান, ডিআইসি বি পি সিংকে সেটি সংস্কারের জন্য চিঠি দেওয়া হয়েছিল। অবশেষে মূর্তিটি সংস্কার করায় ডিএসপি কর্তৃপক্ষকে কৃতঙ্গতা জানান সুদেব রায়। প্রসঙ্গত, এদিন সারা দুর্গাপুরে একাধিক জায়গায় জাতির জনককে শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি পালন করা হয়েছে।
দুর্গাপুরে জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্মবার্ষিকী পালিত
RELATED ARTICLES