Sunday, October 13, 2024
Google search engine
HomeUncategorizedমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ডাকে মানববন্ধন কর্মসূচি

মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ডাকে মানববন্ধন কর্মসূচি

বেবি চক্রবর্ত্তী,কলকাতা, ৩০ সেপ্টেম্বর: রাজ্যজুড়ে ২০০ কিমি মানববন্ধনের ডাক দিয়ে ছিলেন আইন ও স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মহিলা বিধায়ক ও একাধিক মন্ত্রী যোগ দিয়েছেন এই কর্মসূচীতে। আরজি কর কাণ্ডে নির্যাতিতার দ্রুত বিচার ও মহিলা ক্ষমতায়নে রাজ্য যে কাজ করেছে তাতে ধন্যবাদ জানিয়েই এই আয়োজন, এমনই জানান চন্দ্রিমা। তিনি বলেন, ” বিরোধীরা কোথায় কী করছেন জানিনা। আমরা আমাদের দাবি জানিয়ে করছি। সোমবার আরজি কর কাণ্ডের মামলার শুনানি হওয়ার কথা ছিল। বেলা দুটোর পর সুপ্রিম কোর্টে শুরু হওয়ার কথা ছিল আরজি কর মামলার শুনানি। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছিলেন, তালিকায় থাকা অন্যান্য মামলার শুনানির পর বেলা দুটোর পর থেকে আরজি কর মামলাটি শুনবেন তাঁরা। যদিও ৪টে বেজে গেলেও শুরু হয়নি শুনানি।এর আগে যে কদিন আরজি কর মামলার শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে, প্রত্যেকবারই সকালের দিকে মামলাটি শুনেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। গত ২৭ অগাস্ট মামলাটি শুনানির জন্য সুপ্রিম কোর্টে ওঠার কথা ছিল। কিন্তু রাজ্য সরকারের আবেদনে মামলাটি আজ শোনা হবে বলে জানিয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অন্যদিকে, আরজি কর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের মিছিলে অনুমতি আদালতের। আগামী ১ অক্টোবর কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্রসদন পর্যন্ত মিছিলে অনুমতি বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের। বিকাল ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত মিছিলে অনুমতি আদালতের। তবে, আদালতের নির্দেশ পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখতে হবে মিছিলের সময়।
উল্লেখ্য, এদিন দুর্গাপুরেও সিটি সেন্টার থেকে চতুরঙ্গ মাঠ পর্যন্ত এই কর্মসূচি পালন করে মহিলা তৃণমূল কংগ্রেস। নেতৃত্বে ছিলেন পশ্চিম বর্ধমান মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অসীমা চক্রবর্তী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments