Thursday, November 21, 2024
Google search engine
HomeUncategorizedইউনিয়ন কার্যালয়ের কর্মীদের পুজো উপহার দিল ইনটাক

ইউনিয়ন কার্যালয়ের কর্মীদের পুজো উপহার দিল ইনটাক

নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুরঃ সারা বছর ওরা ইউনিয়ন অফিসে নানা কাজের সঙ্গে যুক্ত থাকেন। ওরা মানে মহীতোষ,শাহরুখ,রামু,রিন্টু,ছোট্টু-রা। এরা খুবই সাধারন পরিবারের মানুষ। কিন্তু প্রতিনিয়ত কাজের প্রতি দায়বদ্ধ। সেইলের দুর্গাপুর ইস্পাত কারখানার এক গুরুত্বপূর্ণ অঙ্গ হল এই কারখানার একাধিক শ্রমিক সংগঠন। শ্রমিকদের বিভিন্ন সমস্যার সমাধান ও কর্মীদের ন্যায্য দাবি আদায়ের ক্ষেত্রে শ্রমিক সংগঠনগুলি সারা বছর সক্রিয় ভূমিকায় থাকে। প্রতিটি ইউনিয়নের নিজস্ব কর্মসূচি থাকে। তাই সেই সব কাজ পরিচালনা করার জন্য তাদের নিজস্ব ইউনিয়ন অফিসও রয়েছে। সেই অফিস দেখভাল করা সহ ইউনিয়নের দৈনন্দিন কাজের ক্ষেত্রেও বেশ কিছু সহযোগি মানুষ থাকেন। দুর্গাপুর ইস্পাত কারখানার আইএনটিইউসি অনুমোদিত শ্রমিক সংগঠন হিন্দুস্থান স্টীল ওয়ার্কার্স ইউনিয়ন সেরকমই একটি শ্রমিক সংগঠন। তাদের কার্যালয়টি রয়েছে ইস্পাতনগরীর গুরু নানক রোডে। রবিবার সন্ধ্যায় সেখানেই দেখা গেল এক আনন্দঘন পরিবেশ। প্রতি বছরের মতো এই বছরেও ইউনিয়নের তরফে এই সব মানুষগুলিকে আসন্ন শারদীয় উৎসব উপলক্ষ্যে কিছু উপহার তুলে দেওয়া হল। সংগঠনের সাধারন সম্পাদক রজত দিক্ষিত জানান, আমাদের ইউনিয়নের প্রাত্যহিক কাজের সাথে এই সব  মানুষগুলো ওতপ্রোতভাবে জড়িত থাকেন। তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা ছাড়া ইউনিয়ন চালানোর কথা ভাবা যায় না। তাই,প্রতি বছরের মতো এবছরও এইসব প্রিয় মানুষগুলোর হাতে শুভ শারদীয়ার কিছু উপহার সামগ্রী তুলে দেওয়া হল। উপহার পেয়ে স্বভাবতই খুশি মহীতোষ,শাহরুখ,রামু,রিন্টু,ছোট্টু-রা। এদের হাতে পুজো উপহার সামগ্রী তুলে দেন সংগঠনের সাধারন সম্পাদক রজত দিক্ষিত। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি পরেশ কর্মকার,সাংগঠনিক সম্পাদক অসীম মশান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments