সংবাদদাতা,দুর্গাপুর,২৩ জানুয়ারিঃ দেশজুড়ে নানা কর্মসূচীর মাধ্যমে পালিত হচ্ছে দেশনায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্মজয়ন্তী। রাজ্যের বিভিন্ন এলাকার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলাতেও সরকারী ও বেসরকারী স্তরে দিনটি মহাসমারোহে উদযাপন করা হয়। এই উপলক্ষ্যে দুর্গাপুরের ভিড়িঙ্গীর জাতীয় কংগ্রেসের দুর্গাপুর শাখা কার্যালয়েও যথাযোগ্য মর্যাদার সঙ্গে নেতাজীজয়ন্তী পালিত হয়। এখানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী সুদেব রায়। নেতাজীর ছবিতে মাল্যদান করেন সুদেব রায়, নীহার মন্ডল অন্যান্য বিশিষ্ট জনেরা। সুদেব রায় তার বক্তব্যে স্বাধীনতা আন্দোলনে নেতাজীর ভূমিকা নিয়ে আলোকপাত করেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নেতাজীর মতো একজন দেশপ্রেমীর গুরুত্বও তিনি তুলে ধরেন। এই উপলক্ষ্যে পথ চলতি সাধারন মানুষের মধ্যে লাড্ডু বিতরন করা হয়।
দুর্গাপুরে কংগ্রেস কার্যালয়ে নেতাজীজয়ন্তী পালন
RELATED ARTICLES