নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুরঃ সেইল অধীনস্ত দুর্গাপুর ইস্পাত কারখানায় দীর্ঘকাল ধরে বিভিন্ন পদে স্থায়ী কর্মী নিয়োগ হচ্ছে না। সেই সঙ্গে ৩৯ মাসের বকেয়া এরিয়ার মিটিয়ে দেওয়ার বিষয়টিও আটকে রাখা হয়েছে। এনিয়ে বিগত সময় একাধিকবার সরব হয়েছে দুর্গাপুর ইস্পাত কারখানার আইএনটিইউসি অনুমোদিত হিন্দুস্থান স্টীল ওয়ার্কাস ইউনিয়ন। তথাপি,কর্তৃপক্ষ উদাসীনতা দেখিয়ে চলেছে। এই অভিযোগ তুলে এবং কর্মীদের স্বার্থে মোট ১২ দফা দাবির সমর্থনে মঙ্গলবার ডিএসপির প্রশাসনিক ভবনের সামনে আরও একবার বিক্ষোভ অবস্থানে সামিল হয় হিন্দুস্থান স্টীল ওয়ার্কাস ইউনিয়ন। সংগঠনের সাধারন সম্পাদক রজত দিক্ষিত অভিযোগ করে বলেছেন “কারখানার বিভিন্ন শূন্য পদে স্থায়ী কর্মী নিয়োগের জন্য আমরা আগেও বহুবার কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু, তাতে কর্ণপাত করছে না কর্তৃপক্ষ। সেই সঙ্গে অন্যান্য দাবিগুলি নিয়েও টালবাহান করা হচ্ছে”। তিনি আরও জানান, “অবিলম্বে যদি শ্রমিকদের পাওনাগন্ডা কর্তৃপক্ষ মিটিয়ে না দেয়,তাহলে আমরা খুব শীঘ্রই দিল্লি চলো ডাক দেব”। বিক্ষোভে অন্যদের মধ্যে ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি পরেশনাথ কর্মকার,অসীম মশান,রবীন গাঙ্গুলি প্রমূখ। সংগঠনের পক্ষে এক প্রতিনিধি দল তাদের দাবিগুলি সংবলিত স্মারকলিপি তুলে দিয়েছেন কারখানার ইডি (এইচ আর) সুস্মিতা রায়ের হাতে।
