দুর্গাপুর,২৩ জানুয়ারীঃ সাধারন মানুষ পথে নেমে যাতে কোনো দুর্ঘটনার শিকার না হয়,তার জন্য সারা বছরই বিভিন্ন ভাবে তাদের সচেতনতার বার্তা দেওয়া হয়। বিভিন্ন সমাজসেবী সংস্থাও পুলিশের সঙ্গে থেকে এই কাজে সহযোগিতা করে থাকে। গত ১৭ জানুয়ারী থেকে পশ্চিম বর্ধমান জেলায় পথ নিরাপত্তা ও ট্রাফিক আইন সচেতনতা দিবস শুরু হয়েছে। এদিন নেতাজীর জন্মজয়ন্তীতে সেই সপ্তাহব্যাপী কর্মসূচী শেষ হয়। এর উদ্যোক্তা ছিল ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের অধীনস্থ নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুর এবং সহযোগিতায় ছিল দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কো অর্ডিনেশন সোসাইটি ও চর্যাশ্রী ওয়েলফেয়ার সোসাইটি। এই কর্মসূচীতে মুচিপাড়া,এসবি মোড়, সিটি সেন্টার, গ্যামনব্রীজ মোড়,ভিড়িঙ্গী মোড়,দুর্গাপুর স্টেশন সহ বিভিন্ন জায়গায় পথ নিরাপত্তা ও ট্রাফিক আইন বিষয়ে নানা সচেতনতার বার্তা সম্বলিত প্লাকার্ড নিয়ে ধারাবাহিক ভাবে সুসজ্জিত জার্সিতে ২৫ জন যুবকযুবতী সামিল হয়েছিলেন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনস্ত বিভিন্ন ট্রাফিক গার্ড কর্মসূচী পালনে সহায়তা করেছে। এই কর্মসূচীতে অংশগ্রহনকারী সকলকে শুভেচ্ছা জানিয়েছেন নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুর এর ভারপ্রাপ্ত আধিকারিক অন্বেষা ভট্টাচার্য।
দুর্গাপুরে পালিত সপ্তাহব্যাপী পথ নিরাপত্তা দিবস
RELATED ARTICLES