সংবাদদাতা, দুর্গাপুর: আগামী ২০ মে ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আইন করে শ্রমিকদের নূন্যতম অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে, রাষ্ট্রায়ত্ত সংস্থা ব্যক্তিগত মালিকের হাতে হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে, কৃষকদের লাগাতার বঞ্চনার বিরুদ্ধে, দেশ জুড়ে বিপুল বেকারত্বের বিরুদ্ধে, শিক্ষা শেষে কর্ম সংস্থানের দাবিতে, ধর্মীয় সংঘাত জিইয়ে রেখে দেশের যুবক যুবতীদের অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়ার বিরুদ্ধে এই ধর্মঘট। আই এন টি ইউ সি, সিটু, এ আই টি ইউ সি, এইচ এম এস, এ আই ইউ টি ইউ সি, টি ইউ সি সি সহ দেশের ১০ টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন
এই ধর্মঘট সামিল হচ্ছে বলে জানিয়েছেন, আই এন টি ইউ সি অনুমোদিত হিন্দুস্থান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক ( আহ্বায়ক) রজত দীক্ষিত। তিনি বলেছেন শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিল, লাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা গুলো কে বেসরকারিকরণের প্রতিবাদে,ঠিকা শ্রমিকদের নূন্যতম মজুরি বৃদ্ধি সহ মোট ১৭ দফা দাবিতে আগামী ২০ তারিখ দেশ জুড়ে একদিনের ধর্মঘটের সমর্থনে সোমবার তারা ইউনিয়নের পক্ষ থেকে ডি এস পি তে স্ট্রাইক নোটিস দিয়েছেন। কিছু ক্ষণ অবস্থান বিক্ষোভের পর এক প্রতিনিধি দল ইডি ( ওয়ার্কস) ডা . কে রামকৃষ্ণন কে স্ট্রাইক নোটিশ দেন। রজত বাবু জানান, ধর্মঘটের আগে নিয়ম মেনে এই স্ট্রাইক নোটিস দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ১০টি শ্রমিক সংগঠনের ডাকে ২০ মে দেশ জুড়ে ধর্মঘট
RELATED ARTICLES