নিউজ ডেস্ক,১২ জুলাইঃ দীঘা যাওয়ার পথে খড়গপুরের কাছে বেলদা এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আসানসোলের চারজন। শনিবার ভোরের দিকে এই দুর্ঘটনায় মৃত চারজন হলেন কার্তিক লাহিড়ী,হিমাদ্রি শেখর পাত্র,বিশ্বজিৎ মণ্ডল এবং অতনু গুহ। একটি স্করপিও গাড়িতে এরা দীঘা যাচ্ছিলেন। চারজনই আসানসোলের করুণাময়ী হাউজিং সোসাইটির বাসিন্দা বলে জানা গেছে। এদের মধ্যে পেশায় শিক্ষক হিমাদ্রী শেখর পাত্র পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি হিসেবে তিন বছর দায়িত্বে ছিলেন। কার্তিক লাহিড়ী আসানসোল পুর নিগমে ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। জানা গেছে, দ্রুতগতিতে যাওয়া স্করপিও গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অন্য লেনে চলে যায়। তখন উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সজোড়ে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে স্করপিও গাড়িটি সম্পূর্ণরূপে দুমড়ে মুচড়ে যায়। চারজনেরই ঘটনাস্থলেই মৃত্যু হয়। পুলিশ ও উদ্ধারকারী দল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। কিন্তু কোনও যাত্রীকে বাঁচানো সম্ভব হয়নি। এই পথ দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান স্করপিও গাড়ির চালকের অসতর্কতার কারনেই এই দুর্ঘটনা ঘটেছে।
বেলদায় সড়ক দুর্ঘটনায় তৃণমূলের শিক্ষক নেতা সহ আসানসোলের চারজনের মৃত্যু
RELATED ARTICLES