সংবাদদাতা,দুর্গাপুর,১২ জুলাইঃ দুর্গাপুরে অনুষ্ঠিত হল সারা বাংলা আন্তঃস্কুল কুইজ প্রতিযোগিতা। এর আয়োজক দুর্গাপুর ক্লাব সমন্বয়। প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘কোয়েস্ট ২০২৫’ অল বেঙ্গল ইন্টার স্কুল মেগা কুইজ কনটেস্ট। এদিন সৃজনী হলে অনুষ্ঠিত এই কুইজ প্রতিয়োগিতায় পশ্চিম বর্ধমানের আসানসোল, দুর্গাপুর সহ বিভিন্ন জেলার প্রায় ১৪০টি স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশ নেয়। এই অনুষ্ঠানের সূচনা পর্বে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পোন্নামবালাম, দুর্গাপুরের মহকুমা শাসক ডঃ সৌরভ চট্টোপাধ্যায়, দুর্গাপুর পুরসভার কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, জাতীয় শিক্ষক ডঃ কলিমুল হক, ক্লাব সমন্বয়ের সভাপতি সন্দীপ দে, ক্যুইজ মাস্টার ডঃ দেবদাস কর্মকার এবং বিভিন্ন স্কুলের শিক্ষকশিক্ষিকা সহ বিশিষ্ট অতিথিরা। প্রতিযোগিতার বাইরে দর্শকাসনে থাকা ছাত্রছাত্রীদের জন্যও কুইজে অংশ নিয়ে পুরস্কার জেতার সুযোগ। উদ্যোক্তাদের পক্ষে জানানো হয়েছে,এই কুইজ প্রতিযোগীতায় জয়ীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। কুইজ ইভেন্টটি পরিচালনা করেন কুইজ মাস্টার ডঃ দেবদাস কর্মকার। প্রসঙ্গত,গতবারের প্রতিযোগিতায় যেখানে ৮৪টি স্কুল অংশ নিয়েছিল,এবার সেখানে ১৪০টি স্কুলের প্রায় ১৪০০ ছাত্রছাত্রী অংশ নেওয়া খুশি উদ্যোক্তারা। দুর্গাপুর ক্লাব সমন্বয়ের সভাপতি সন্দীপ দে জানিয়েছেন,আগামী বছর রাজ্যস্তরের কুইজ প্রতিযোগিতার পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য,দুর্গাপুর ক্লাব সমন্বয়ের পক্ষ থেকে শনিবার সন্ধ্যায় ‘দুর্গাপুর সম্মান, ২০২৫’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্পাঞ্চলের বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা ও সম্মান জানানো হয়। বিশিষ্ট আবৃত্তিকার ব্রততী বন্দ্যোপাধ্যায় এখানে উপস্থিত ছিলেন।
দুর্গাপুরে অনুষ্ঠিত হল সারা বাংলা আন্তঃস্কুল কুইজ প্রতিযোগিতা
RELATED ARTICLES