প্রণয় রায়,দুর্গাপুরঃ শরীর সুস্থ রাখতে মানুষের মধ্যে দিন দিন স্বাস্থ্য সচেতনতা বাড়ছে। তারই একটি ছবি দেখা গেল পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন এর ৫১ তম বর্ষপূ্র্তি উপলক্ষে দুর্গাপুর স্টেশন সংলগ্ন গ্যামন ব্রীজের কাছে ডিপিএল স্টেশন ক্লাবে জেলা যোগাসন প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতায় পূর্ব ও পশ্চিম বর্ধমান,বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়া থেকে প্রায় ৪৫০ জন শিশু সহ বিভিন্ন বয়সী প্রতিযোগী অংশ নেন। পাঁচ বছর বয়সী থেকে ষাটোর্ধ্ব বয়সী পুরুষ ও মহিলা ছিলেন এই প্রতিযোগিতায়। উদ্বোধনী অনুষ্ঠানে এসোসিয়েশনের পক্ষ থেকে যোগ ব্যায়ামের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিকে সম্বর্ধনা দেওয়া হয়। এক একটা গ্রুপের প্রতিযোগিতার পর বিজয়ী প্রথম দশজনকে পুরস্কার প্রদান করা হয়। প্রতিটি প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী প্রতিযোগীকে শংসাপত্র ও স্মারক উপহার দেওয়া হয় এবং প্রতিযোগিতায় বিজয়ী প্রথম দশজনকে পুরস্কৃত করা হয়। এই প্রতিযোগিতায় মেয়েদের মধ্যে চাম্পিয়নস অফ চাম্পিয়ন হয়ে সোনার মেয়ের সম্মান লাভ করে বর্ধমান যোগ কালচার অ্যাসোসিয়েশনের সদস্যা সংহিতা ব্যানার্জী। ছেলেদের মধ্যে চাম্পিয়নস অফ চাম্পিয়ন হয়ে সোনার ছেলে সম্মানে সম্মানিত হয় সত্যম সিং। সামগ্রিকভাবে সেরা দলের সম্মান পেয়ে চাম্পিয়ন হয়েছে দুর্গাপুর ফিটনেস আকাদেমি। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে বর্ধমান যোগ কালচার অ্যাসোসিয়েশন ও তারা যোগ সেন্টার। প্রতিযোগিতার অন্যতম উদ্যোক্তা তরুণ মুখার্জি বলেন, যোগ ব্যায়ামের প্রসারে পশ্চিম বর্ধমান ডিসট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে। পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত রায় এসোসিয়েশনের ৫১ তম বর্ষপূর্তি অনুষ্ঠান সফল করতে এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত সবার সক্রিয় সহযোগিতার কথা উল্লেখ করেন। তিনি জানান,পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ২৯ ও ৩০ আগস্ট এনএইচ এসএম শিক্ষা প্রতিষ্ঠান প্রেক্ষাগৃহে জেলা পাওয়ার লিফটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
