সংবাদদাতা,দুর্গাপুরঃ শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে প্রকাশ্যে ভরসন্ধ্যাবেলা এক মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই করার ঘটনায় নাগরিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। আগেও একাধিকবার সিটি সেন্টার এলাকায় এই ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে এবার ছিনতাইকারী পালাতে পারেনি। মহিলার সঙ্গে থাকা লোকজন এবং তার চিৎকার শুনে এলাকার আরও কয়েকজন তাড়া করে ছিনতাইবাজ এক কিশোরকে ধরে ফেলে। জানা গেছে, সোমবার রাত সাড়ে আটটা নাগাদ তনু রায় নামে সিটি সেন্টারের চতুরঙ্গ এলাকার এক মহিলা এবং তার দুই বান্ধবীসহ এক যুবক একসঙ্গে কাছেই ডেলি মার্কেটের দিকে যাচ্ছিলেন। বিদিশা বাস স্ট্যান্ডের কাছে হঠাৎই একটি চারচাকা গাড়ি তাদের কাছ ঘেঁষে দাঁড়ায় এবং দুই যুবক নেমে এসে একজন ওই মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে গলা থেকে সোনার হার ছিনিয়ে নিতে যায়। অবস্থা বুঝে তনু দেবী হাত দিয়ে হারটি আপ্রাণ ধরে রাখার চেষ্টা করেন। ধস্তাধস্তিতে সোনার হারের ছিঁড়ে যাওয়া কিছুটা অংশ নিয়েই ওই দুষ্কৃতি দৌড়ে পালাতে থাকে। অন্য যুবকটি গাড়িতে উঠে যায়। তবে পালাতে যাওয়ার আগেই এলাকার লোকজনের হাতে ছিনতাইবাজ যুবকটি ধরা পড়ে যায়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা গেছে,ধৃতকে জেরা করে পুলিশ বাকিদের গ্রেফতার করেছে। এরা বর্ধমান থেকে একটি চারচাকা করে এসেছিল এবং গাড়িতে চারজন ছিল।আতঙ্কিত তনু দেবী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সিটি সেন্টারের মতো এতো জনবহুল এলাকায় সন্ধেবেলা এই ধরনের ঘটনা ভাবা যায় না। তার প্রশ্ন,তাহলে আমাদের নিরাপত্তা কোথায়?
সিটি সেন্টারে ভর সন্ধ্যায় মহিলার গলা থেকে সোনার হার ছিনতাইয়ের চেষ্টা
RELATED ARTICLES