Saturday, August 30, 2025
Google search engine
Homeখেলাদুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে জেলা পাওয়ার লিফটিং প্রতিযোগিতা

দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে জেলা পাওয়ার লিফটিং প্রতিযোগিতা

প্রণয় রায়,দুর্গাপুরঃ দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে জেলা পাওয়ার লিফটিং প্রতিযোগিতা। আগামী ২৯ আগস্ট জাতীয় ক্রীড়া দিবস। এই দিনটিকে স্মরণ করে  আগামী ২৯ ও ৩০ আগস্ট দুর্গাপুরের  এনএসএইচএম কলেজ ক্যাম্পাসে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পরিচালনায় পশ্চিম বর্ধমান জেলা পুরুষ ও মহিলা শক্তি উত্তোলন (পাওয়ার লিফটিং) ও বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে মঙ্গলবার সিটি সেন্টারের ভগত সিং স্টেডিয়ামে এক সাংবাদিক সম্মেলনে অ্যাসোসিয়েশনের মুখপাত্র ও জয়েন্ট সেক্রেটারি সীমা  দত্ত চ্যাটার্জী জানান,এই চ্যাম্পিয়নশিপে জুনিয়র,সিনিয়র ও মাস্টার্স গ্রুপে মোট পাঁচশ জন পুরুষ ও মহিলা পাওয়ার লিফটার  অংশ নেবেন। তিনি আরো জানান, মহিলা প্রতিযোগীর সংখ্যা ১২০ জন। ৭০ বছর বয়সী পুরুষ ও মহিলা প্রতিযোগীও এই কষ্টসাধ্য প্রতিযোগিতায় অংশ নেবেন। অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রাক্তন বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায় তার বক্তব্যে জানান,স্বাস্থ্য ও সংস্কৃতি নিয়ে দুর্গাপুর এগিয়ে চলেছে। এই প্রতিযোগিতার প্রথম দিনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে দুর্গাপুরের বিভিন্ন খেলাধুলার সঙ্গে যুক্ত  প্রায় দু’হাজার বিভিন্ন বয়সী ক্রীড়াবিদ অংশ নেবে। পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুব্রত রায় বলেন,এই প্রতিযোগিতাটিকে ঘিরে এখানকার বিভিন্ন কলেজের ছেলে-মেয়েদের মধ্যে প্রচন্ড উৎসাহ সৃষ্টি হয়েছে। এনএসএইচএম কলেজটিকে প্রতিযোগিতার ভেনু হিসেবে বেছে নেওয়ার কারণ ছাত্রছাত্রীদের মধ্যে পাওয়ার লিফটিং খেলাটির জনপ্রিয়তা বাড়ানো।  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments