নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ অফিসার হয়ে ব্লকের বিভিন্ন গ্রামের পাড়ায় পাড়ায় গিয়ে নর্দমা পরিস্কার করছেন। একটি বাঁশের লাঠিতে আংটা লাগিয়ে নর্দমা থেকে তুলছেন নোংরা আবর্জনা। নিত্যদিন সকালে ব্লকের সাফাই কর্মীদের সঙ্গে এমন ভাবেই স্বচ্ছ ভারত মিশনের কর্মসূচি পালন করছেন গলসি ২ নম্বর ব্লকের বিডিও সঞ্জীব সেন। মানুষকে সচেতন করতে তার এমন কাজের প্রশংসা করেছেন স্থানীয়রা। শুক্রবার তিনি ও গলসি গ্রাম পঞ্চায়েতের প্রধান কমল রুইদাস মিলে গলসির দাস পাড়ায় ও শনিবার কুরকুবা গ্রাম পঞ্চায়েত প্রধান শেখ হেফজুল রহমানকে সঙ্গে নিয়ে আসকরন গ্রামে নর্দমা পরিস্কার করেছেন। এছাড়াও তার সঙ্গে কাজে হাত লাগিয়েছেন পঞ্চায়েত ও বিডিও অফিসের আধিকারিকরা। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক হয়ে চেয়ার টেবিলে বসে কাগজ কলম ও কম্পিউটারে কাজ তো অফিস টাইমে করেন। তবে অফিস যাবার আগে মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে নিত্যদিন পৌঁছে যাচ্ছেন গ্রামের অলিগলিতে। নিজেই মাইক হাতে সচেতন করছেন সাধারণ গ্রামবাসীদের। মশাবাহিত রোগ থেকে মুক্তি দিতে ও ব্লক এলাকার পরিবেশকে সুস্থ রাখতেই এমন উদ্দ্যোগ বলে জানিয়েছেন বিডিও সঞ্জীব সেন। জেলা শাসক পূর্ণেন্দু মাজি বলেন, বিডিও সাহেব খুব ভালো উদ্যোগ নিয়েছেন। এইভাবে সবাইকে সচেতন হতে হবে আর এগিয়ে আসতে হবে।
গ্রামের পাড়ায় পাড়ায় গিয়ে নর্দমা পরিস্কার করছেন গলসির বিডিও
RELATED ARTICLES