Saturday, July 27, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গনিম্নচাপের জের,সময়ে প্রতিমা সরবরাহ করা নিয়ে দুশ্চিন্তায় বাঁকুড়ার কুমোরটুলির শিল্পীরা

নিম্নচাপের জের,সময়ে প্রতিমা সরবরাহ করা নিয়ে দুশ্চিন্তায় বাঁকুড়ার কুমোরটুলির শিল্পীরা

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ উপর্যুপরি নিম্নচাপের জের। আর তার জেরে পুজোর আগে কপালে চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে বাঁকুড়ার কুমোরটুলি হিসাবে পরিচিত শুশনিডাঙ্গা গ্রামের মৃৎশিল্পীদের। সময়মতো এখন মন্ডপে প্রতিমা সরবরাহ করা যাবে কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন শিল্পীদের। পুজোর আগে হাতে মাত্র আর সপ্তাহ খানেক সময়। তারপরই মহালয়া। মহালয়া পেরোতেই বাঁকুড়ার শুশনিডাঙ্গা গ্রাম থেকে একে একে মন্ডপের উদ্যেশ্যে রওনা দেবে দুর্গা প্রতিমা। কিন্তু পুজোর আগে কী মন্ডপে মন্ডপে পাঠানো যাবে প্রতিমা?  চিন্তায় ঘুম ছুটেছে শুশনিডাঙ্গার মৃৎশিল্পীদের। সম্প্রতি নিম্নচাপের জেরে টানা সাত দিনের বৃষ্টি। সেই বৃষ্টি আপাতত কেটেছে। মাঝেমধ্যে রোদের দেখাও মিলছে। কিন্তু আবহাওয়া দফতরের পুর্বাভাষ চিন্তা বাড়িয়ে দিয়েছে শিল্পীদের। পুর্বাভাষ সত্যি করে যদি শেষ পর্যন্ত পুজোর আগেই নিম্নচাপ ধেয়ে আসে বঙ্গে তবে আর প্রতিমা মন্ডপে সময়মতো পৌঁছানো যাবে না তেমন আশঙ্কাই এখন তাড়া করে বেড়াচ্ছে শুশনিডাঙ্গা গ্রামের শিল্পীদের। ব্লোয়ার জ্বালিয়ে রাত দিন এক করে শিল্পীরা এখন প্রতিমা তৈরীতে ব্যস্ত বাঁকুড়ার মিনি কুমারটুলিতে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments