নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: ভোটের আগেই ভোটদান। আগামী ২৫ মে বাঁকুড়ার দুই লোকসভা কেন্দ্রে বাঁকুড়া এবং বিষ্ণুপুরে ভোটদান।সাত দিন আগেই বাঁকুড়ার দুই কেন্দ্রে ভোট দানের ব্যবস্থা করলো নির্বাচন কমিশন। ৮৫ বছরের উর্দ্ধে প্রবীণ নাগরীক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বাড়িতে বসেই ভোটদানের নির্বাচন কমিশন এই উদ্যোগে খুশি প্রবীণ নাগরিক থেকে বিশেষভাবে সক্ষম সকলেই। আজ শুক্রবার থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে আগামী ২১শে মে পর্যন্ত। আগামী পাঁচ দিনের জেলার মোট ১২ হাজার ভোটারের বাড়িতে বসেই ভোটদানের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। আজ থেকে প্রতিদিন ২০০ টি দল জেলা প্রশাসনের আধিকারিক সহ নির্বাচন কমিশনের প্রতিনিধিরা বাড়ি বাড়ি ঘুরে নির্বাচনের প্রক্রিয়া সমাপ্ত করবেন। প্রতিটি দলের সঙ্গে অর্ধেক সেকশন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সহ রাজ্য পুলিশ উপস্থিত থাকছে।কড়া নিরাপত্তায় নির্বাচন প্রক্রিয়া মেনে, ভোটার পরিচয় পত্র দেখে, আঙুলে কালি লাগিয়ে ভোট দান এই প্রক্রিয়া সমস্ত করছেন নির্বাচনী আধিকারিকরা। এদিন সকালে বিষ্ণুপুর লোকসভা এলাকার বাঁকুড়া-২ ব্লকের বিকনা গ্রাম পঞ্চায়েত এলাকার আগে থেকে ১২-ডি ফর্ম পূরণ করে জমা দেওয়া ৮৫ বছরের উর্দ্ধে প্রবীণ নাগরীক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বাড়িতে বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়ে ভোট কর্মীরা কড়া নিরাপত্তার পোষ্টাল ব্যালটে ভোট নিচ্ছেন ৮৫ ঊর্ধ্ব ও ৪০ শতাংশের বেশি শারীরিকভাবে সক্ষমদের ভোটদান প্রক্রিয়া সমাপ্ত করছেন। নির্বাচন কমিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট ভোটার থেকে তাঁদের পরিবারের লোকজনেরা। এই রোদ গরমের মধ্যে প্রবীণ ও বিশেষভাবে সক্ষমদের লাইনে দাঁড়িয়ে ভোট দান করার চেয়ে বাড়িতে বসে ভোটদানে খুশি সকলেই।
ভোটের আগেই ভোটদান,নির্বাচন কমিশনের উদ্যোগে বয়স্ক এবং শারীরিকভাবে সক্ষমদের সাত দিন আগে ভোট দানে বিশেষ ব্যবস্থা
RELATED ARTICLES