সার্থক কুমার দে, লাউদোহা : বৃহস্পতিবার সকালে দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতাপপুর পঞ্চায়েতের ধবনি গ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় আবির্ভাবকদের একাংশ । ঐ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ লেখা প্ল্যাকার্ড হাতে এদিন বিদ্যালয়ের গেটের সামনে জড়ো হন অনেক অভিভাবক । তারা জোর করে বিদ্যালয়ের ভেতর ঢুকতে চাইলে বাধা দেন স্কুলের অন্য শিক্ষিকারা । তাদের সাথে অভিভাবকদের বচসা বাধে । যার জেরে উত্তেজনা ছড়ায় । পুলিশ এসে সামাল দেয় পরিস্থিতি । বিক্ষোভকারীদের বলেন এই বিদ্যালয়ের দু’জন শিক্ষিকা ও ভাস্কর ঘোষ নামে একজন শিক্ষক রয়েছেন । ভাস্কর বাবু সংগ্রামী যৌথ মঞ্চ সংগঠনের নেতা । তিনি বেশ কিছু দিন ধরে ডিএ আন্দোলন নিয়ে ব্যস্ত রয়েছেন । তাকে কলকাতায় মিটিং মিছিলে দেখা যায় । টিভিতে দেখা যায় । কিন্তু স্কুলে ওই শিক্ষককে দেখা যায় না । তিনজন শিক্ষক শিক্ষিকার মধ্যে একজনের অনুপস্থিতির কারণে স্কুলে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে । ছেলেমেয়েদের পড়াশুনো শিকেই উঠেছে । বিদ্যালয়ে নাও এসেও ঐ শিক্ষক নিয়মিত বেতন তুলছেন বলে অভিযোগ করেন তারা। যার বিরুদ্ধে অভিযোগ সেই ভাস্করবাবু বলেন,তৃণমূল নেতাদের প্ররোচনায় বহিরাগতদের দিয়ে আমার বিরুদ্ধে বিক্ষোভ সংগঠিত করা হয়েছে। তিনি বলেন, ১৬ মে পাণ্ডবেশ্বর ব্লকের সিডিপিও দপ্তরের ডেপুটেশন কর্মসূচির দিন অন্যদের সাথে আমাকে মারধর করা হয়েছে । পরে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়। আদালত থেকে আমি বেল পাই। যেহেতু আমি ডিএ আন্দোলনের সাথে যুক্ত তাই তৃণমূল নেতারা ভয় পেয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে।
ডিএ আন্দোলনে যুক্ত শিক্ষক স্কুলে আসেন না, এই অভিযোগ তুলে স্কুলে বিক্ষোভ অভিভাবকদের
RELATED ARTICLES