Saturday, September 7, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গকাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারানো বিউটি বেগমের বাড়ি গিয়ে ক্ষতিপূরণের অর্থ তুলে...

কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারানো বিউটি বেগমের বাড়ি গিয়ে ক্ষতিপূরণের অর্থ তুলে দিল রেল

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: উত্তরবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনায় মৃত গুসকরার বিউটি বেগমের বাড়িতে পৌঁছালেন রেলের আধিকারিকরা। বৃহস্পতিবার দুপুরে রেলের আধিকারিকদের একটি দল গুসকরা ইটাচাঁদায় নিহত বিউটির বাড়িতে উপস্থিত হন। রেলের ওই প্রতিনিধি দলের সাথেই উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অভেদানন্দ থান্দার, গুসকরা পৌরসভার চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায় সহ আরো অনেকে।
রেল আধিকারিকরা এদিন বিউটির বাড়িতে আসেন ক্ষতিপূরণের চেক পরিবারের হাতে তুলে দিতে। প্রতিনিধি দলে ছিলেন রেলের জলপাইগুড়ি ডিভিশনের আধিকারিক জিমুত কান্তি দত্ত, এস কে চৌধুরী, হরি ওম কুমার, মাণিক বর্মন বোরা সহ আরো বেশ কয়েকজন। গুসকরা থেকে রেলের এক প্রতিনিধিও ছিলেন। সাথে ছিলেন আরপিএফ কর্মীরাও। এদিন মৃত বিউটি বেগমের স্বামী হাসমত শেখের হাতে ক্ষতিপূরণ বাবদ ৯ লাখ পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন রেল আধিকারিকরা।
এছাড়াও নগদ ৫০ হাজার টাকা ও দেন। মৃতের স্বামী হাসমত শেখ বলেন, রেলের তরফে ক্ষতিপূরণ পেয়ে খুশি। তবে মানুষটাকে তো আর ফিরে পাবো না। যদিও রেলের বিরুদ্ধে আর কোনোও অভিযোগ নেই “। প্রসঙ্গত, সোমবার উত্তরবঙ্গের রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার সম্মুখীন হয়। সেই ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টে ছিলেন বিউটি বেগম। কোরবানির ঈদের উৎসবে যোগ দিতে তড়িঘড়ি গুসকরায় ফিরছিলেন বিউটি। সে ফেরা আর হয় নি।
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার ফলে ইতিমধ্যেই ১০ জনের মৃত্যু হয়েছে। তাদেরই একজন এই বিউটি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments