নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ প্রশিক্ষণপ্রাপ্ত আপদ মিত্রদের বিক্ষোভে উত্তাল হল বাঁকুড়া। নিয়মিত কাজ দেওয়ার দাবীতে সোমবার বাঁকুড়ার তামলীবাঁধ থেকে জমায়েত করেন বাঁকুড়া জেলায় কর্মরত আপদমিত্ররা। মিছিল করে তাঁরা জেলা শাসকের দফতরে বিক্ষোভ দেখাতে গেলে রাস্তায় সাইবার থানার কাছে তাদের পথ আটকায় পুলিশ। এরপর সেখানেই রাস্তায় শুয়ে প্রতিবাদ দেখাতে থাকে আপদ মিত্ররা। এর জেরে বাঁকুড়া শহরের জেলা শাসকের দফতরে যাওয়ার রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। আপদে বিপদে ও বিপর্যয়ের সময় কাজে লাগানোর জন্য বছর দেড়েক আগে রীতিমত প্রশিক্ষণ দিয়ে ব্লকে ব্লকে আপদ মিত্র নিয়োগ করেছিল সরকার। কিন্তু নো ওয়ার্ক নো পে’র ভিত্তিতে নিযুক্ত এই আপদ মিত্ররা বাঁকুড়া জেলায় নিয়মিত কাজ পাচ্ছেন না বলে অভিযোগ। কোথাও কোথাও পরিস্থিতি এমনই যে আপদ মিত্রদের কাজ দেওয়া হয়েছে বছরে এক বা দুদিন। রীতিমত প্রশিক্ষণ দিয়ে যাদের প্রশিক্ষিত করে তুলে নিয়োগ দেওয়া হল তাঁদের কেন এভাবে বঞ্চনা করা হচ্ছে এই প্রশ্ন তুলে জেলা শাসকের দফতরে বিক্ষোভের ডাক দেয় বাঁকুড়া জেলার আপদ মিত্ররা। তামলীবাঁধ থেকে মিছিল করে আপদ মিত্ররা জেলা শাসকের দফতরের দিকে এগোতেই সাইবার ক্রাইম থানার সামনে তাদের পথ আটকায় পুলিশ। পুলিশের ব্যারিকেড ভেঙে আপদ মিত্ররা এগোনোর চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি। পরে ওই জায়গাতেই রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। আন্দোলনকারীদের দাবী, অবিলম্বে তাঁদের নিয়মিত কাজের আশ্বাস না মিললে আগামীদিনে তারা আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।
নিয়োগ হলেও কাজ না পাওয়ায় রাস্তায় শুয়ে বিক্ষোভ আপদ মিত্রদের, পুলিশের সাথে ধস্তাধস্তি
RELATED ARTICLES