শেখ জয়উদ্দিন,দুর্গাপুরঃ অবশেষে এই রাজ্য এবং সারা দেশের জন্য লোকসভা নির্বাচনের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। এই তালিকায় বাংলার জন্য যে ২০ জনের নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান জেলার হাই ভোল্টেজ কেন্দ্র আসানসোলও। আগেই এই আসনে বর্তমান সাংসদ বলিউড তারকা শত্রুঘ্ন সিনহার নাম ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণার পরই দেওয়াল লিখনও শুরু করে দেয় তৃণমূল। বিজেপি কাকে এই আসনে প্রার্থী করে তা নিয়ে ছিল নানা আলোচনা,চূড়ান্ত জল্পনা। অবশেষে আসানসোলে বিজেপির প্রার্থী হলেন জনপ্রিয় ভোজপুরী তারকা গায়ক পবন সিং। আসানসোল লোকসভা আসনে হিন্দিবাসী ভোটার সংখ্যা প্রায় ৫০ শতাংশ। প্রখ্যাত গায়ক বাবুল সুপ্রিয় এই আসনে বিজেপির প্রার্থী হয়ে পর পর দুবার জিতেছিলেন। কিন্তু বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যাওয়ার পর সাংসদ পদও ছেড়ে দেন। উপনির্বাচনে সেখানে ‘বিহারীবাবু’ শত্রুঘ্নকে প্রার্থী করে হিন্দিভাষী ভোট টেনে বিপুল ভোটে জিতে ছিল তৃণমূল। রাজনৈতিক মহলের ধারণা,এবার পবন সিং কে এখানে প্রার্থী করে সেই হিন্দিভাষী ভোটারদেরই টার্গেট করতে চাইছে বিজেপি। শনিবার বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা যাচ্ছে সেখানে পুরনো সাংসদরা যেমন আছেন তেমনি আছেন নতুন মুখও। শুভেন্দু অধিকারীর ভাই কাঁথি থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন। বালুরঘাটের প্রার্থী সুকান্ত মজুমদার, বহরমপুরে নির্মল কুমার সাহা, মুর্শিদাবাদ থেকে গৌরীশঙ্কর ঘোষ, হাওড়ায় রথীন চক্রবর্তী, বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ, বাঁকুড়ায় সুভাষ সরকার, কাঁথিতে সৌমেন্দু অধিকারী, বনগাঁয় শান্তনু ঠাকুর, যাদবপুরে অনির্বান গাঙ্গুলি, হুগলি থেকে লকেট চট্টোপাধ্যায়, পুরুলিয়ায় জ্যোতির্ময় সিং মাহাতো, কোচবিহারে নিশীথ প্রামাণিক, আলিপুরদুয়ারে মনোজ টিগ্গা, মালদা (উত্তর) খগেন মুর্মু, মালদা (দক্ষিণ) শ্রীরূপা মিত্র চৌধুরী, জয়নগরে অশোক কান্ডারি, ঘাটালে হিরণ চট্টোপাধ্যায়, বোলপুর প্রিয়া শাহ। প্রথম দফায় সারা দেশে মোট ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। এই তালিকায় ২৮ জন মহিলা প্রার্থীর নাম রয়েছে।
আসানসোলে বিহারীবাবুর সঙ্গে টক্কর দেবেন বিজেপির ভোজপুরী তারকা গায়ক পবন সিং
RELATED ARTICLES