নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। তার আগেই নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের বিভিন্ন জেলায় পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। বাঁকুড়া জেলায় এখনো বাইরে থেকে কোনো কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়নি। তবে বাঁকুড়ার মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে থাকা সি আই এস এফ এর দু কোম্পানি আজ থেকে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে শুরু করল টহলদারি। বাঁকুড়া জেলা পুলিশের তরফে জানানো হয়েছে আপাতত কেন্দ্রীয় বাহিনীর থাকার মতো জায়গা তৈরী না হওয়ায় মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকেই জেলার বিভিন্ন প্রান্তে ওই দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে পাঠানো হবে। আগামী দু একদিনের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর থাকার ব্যবস্থা করা হলে তাঁদের স্থায়ী ভাবে রাখা হবে। আজ সকালে জেলা পুলিশের তরফ থেকে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে বাসে করে নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সদর থানায়। সেখান থেকে বাহিনীকে নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সদর থানার কালজুড়ি গ্রামে। সেখানে দীর্ঘক্ষন ধরে টহল দেয় কেন্দ্রীয় বাহিনী। এলাকার মানুষের সাথে কথা বলে নির্বাচনের আগে তাঁদের ভরসা জোগানোর চেষ্টা চালায়। নির্বাচনের আগেই কেন্দ্রীয় বাহিনী টহল দিতে শুরু করায় কিছুটা হলেও আস্বস্ত স্থানীয় বাসিন্দারা।
বাঁকুড়ায় কেন্দ্রীয় বাহিনী আসেনি,আপাতত মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের সিআইএসএফের টহলদারি
RELATED ARTICLES