নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর,২২ সেপ্টেম্বরঃ পরিবেশ দূষণ রোধ সহ বর্জ্যমুক্ত দেশ গড়ার আবেদন নিয়ে সুসজ্জিত সাইকেল যাত্রা বের হল দুর্গাপুরে। দুর্গাপুর নগর নিগমের তত্ত্বাবধানে এবং দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালাচারাল ক্লাবস কো অর্ডিনেশন সোসাইটি ও ইন্ডিয়া ক্লিন এয়ার নেটওয়ার্ক এর সহযোগিতায় এদিন সকালে সুসজ্জিত সাইকেল যাত্রা শহরের মুচিপাড়া আন্ডারপাস এর সামনে থেকে শুরু হয়ে বিধাননগর এলাকার গ্রুপ হাউসিং কমপ্লেক্স,পাম্প হাউস মোড় সেক্টর ২সি হয়ে ডিডিএ মার্কেটের জীবনদান ভবনে এসে শেষ হয়। মোট ২৩ জন ছাত্রছাত্রী এতে অংশ নিয়েছিল। প্রত্যেকের হাতে পরিবেশ রক্ষার আবেদন সম্বলিত প্লাকার্ড ছিল এবং ব্যাটারি চালিত টোটোতে প্রচার ফ্লেক্স ছিল। দুর্গাপুর নগর নিগম এর পক্ষে অদিতি চট্টোপাধ্যায়,দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালাচারাল ক্লাবস কো অর্ডিনেশন সোসাইটির পক্ষে বিশিষ্ট আইনজীবী আয়ূব আনসারী এবং ইন্ডিয়া ক্লিন এয়ার নেটওয়ার্কের পক্ষে সমাজসেবী কবি ঘোষ অংশ গ্রহনকারীদের শুভেচ্ছা জানান।
বর্জ্যমুক্ত দেশ গড়ার আবেদন নিয়ে সাইকেল যাত্রা
RELATED ARTICLES