দুর্গাপুর,৩ জুলাইঃ ‘উৎসে বর্জ্য আলাদা করি – চলো বর্জ্যমুক্ত দুর্গাপুর গড়ি’। শহরকে আবর্জনা মুক্ত করে পরিবেশ সুরক্ষার লক্ষ্যে দুর্গাপুর নগর নিগমের এই আহ্বানকে সফল করার লক্ষ্যে দুর্গাপুরের ২৭ নম্বর ওয়ার্ড এলাকাকে মডেল ওয়ার্ড করার লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচী চলছে। এই কাজে সক্রিয় ভূমিকা নিয়েছে দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটি, ভারত সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধীনস্ত নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুর। এইকর্মসূচীতে সহযোগিতা করছে স্বেচ্ছাসেবী সংস্থা সুইচ অন ফাউন্ডেশনও। সামগ্রিক এই কর্মসূচীর অঙ্গ হিসেবে ডিডিএ মার্কেট এলাকায় নাগরিক সচেতনতার লক্ষ্যে একাধিক সুদৃশ্য দেওয়াল লিখন করা হয়েছে। সেই সঙ্গে এদিন সকাল সাড়ে ৮ টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত মার্কেট ও পার্শ্ববর্তী এলাকায় পড়ে থাকা প্লাস্টিক বর্জ্য সংগ্রহ অভিযান করা হয়। এই কর্মসূচীতে নেতৃত্ব দিয়েছেন পরিবেশ আন্দোলনের কর্মী কবি ঘোষ ও জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক জইনুল হক। কর্মসূচীতে অংশ নেয় স্থানীয় স্কুল -কলেজের পড়ুয়া ও কিশোররা। উদ্যোক্তারা জানান,ধারাবাহিকভাবে এই কাজ চলবে। প্রসঙ্গত, বর্জ্য মুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে মানুষকে সচেতন করার জন্য একাধিক আকর্ষণীয় ছবিগুলি একেঁছেন শ্যামপুর এলাকার বাসিন্দা তরুন চিত্রশিল্পী কানু বর্মন। কবি ঘোষ জানান, সম্পূর্ণ বিনা পারিশ্রমিকেই তিনি এই সব চিত্র অঙ্কন করে চলেছেন। আমাদের তরফে তাকে কেবল প্রয়োজনীয় রঙ কিনে দেওয়া হয়।
বর্জ্যমুক্ত দুর্গাপুর গড়ার লক্ষ্যে বিশেষ কর্মসূচী
RELATED ARTICLES